কলকাতায় যাচ্ছেন নির্মাতা সুপিন বর্মন।
কলকাতার অশোক নগরে হিমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই বাংলার নাট্য উৎসবে বগুড়া থিয়েটারের সাথে মঞ্চ নাটকের একজন অভিনেতা হিসেবে আজ কলকাতার উদ্দেশ্য রওনা দিবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন।
তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় "দ্রোহ" নাটকে অভিনয় করেন পীরগঞ্জের ছেলে সুপিন বর্মন।
মঞ্চে অভিনয় দিয়ে শুরু হয় সুপিনের সাংস্কৃতিক পথচলা। ধীরে ধীরে সংস্কৃতির শিকড়ের সাথে বেড়ে ওঠা তার।
এর আগেও মঞ্চ নাটকের একজন অভিনেতা হিসেবে বেশ কয়েকবার কলকাতা সফর করেছেন। অভিনয় ও নাট্য রচনার মধ্যদিয়ে শুরু হলেও বর্তমানে তিনি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
কিছুদিন আগে তিনি তার নির্মিত চলচ্চিত্র নিয়ে নেপাল ঘুরে আসলেন। তার চলচ্চিত্র নেপাল ছাড়াও ভারতের দিল্লী ও নিউইয়র্কের একটি উৎসবে প্রদর্শিত হয়।
বগুড়া থিয়েটারের ২৮ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে আজ রাতে।
আগামিকাল ২৪ জানুয়ারি মঞ্চস্থ হবে নাটক " দ্রোহ"। সে নাটকে একজন অভিনেতা হিসেবে দেখা যাবে রংপুর পীরগঞ্জেরর ছেলে নির্মাতা সুপিন বর্মনকে।
No comments