কর্মীর ঠিকানা ***************
আমাদের দেখা হতো মিছিলে,কথা হতো শ্লোগানে।সমস্বরে আমরা কন্ঠে কন্ঠ মিলিয়ে
শ্লোগান দিতাম-"মুজিব আমার চেতনা-মুজিব আমার বিশ্বাস"।এই বিশ্বাসের
ঘোষণায়,এই চেতনার প্রেরণায়,ন্যূনতম আদর্শিক চর্চায় কখনো সযোগ সন্ধানী তৈরী
হয় না।এই ভীড়ে কখনো সুবিদাবাদীরা ভেড়ে না।
সময়ের প্রয়োজনেই রাজপথের সংগঠনটিকে মাঠে সর্বতোভাবে ক্রীয়াশীল রাখতে
নিয়মিত কর্মসূচী দরকার।সাংগঠনিকভাবে রুটিন ওয়ার্ক রাখা এখন ভীষণভাবে
জরুরী।দলের কর্তাদের বাসভবন,অফিস,চেম্বারের ভীড় এখন কমিয়ে আনা উচিত।
দলীয় কার্যালয় আর হাটে,মাঠে,পথে,প্রান্তরে নেতা-কর্মীদের ক্রীয়াশীল রাখলে অন্ততপক্ষে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানী,সুবিধাবাদীরা অগ্নিপরীক্ষার মুখে পড়বে।সুযোগ যদি নিতেই চায়,সুবিধা যদি পেতেই চায়-তাহলে দশের সামনে নিজেকে প্রকাশ করুক।মুজিবসেনা হিসাবে নিজেকে প্রস্তুত করার কঠিন সংগ্রামে ব্রতী হোক।মুজিবসেনা হিসাবে তৈরী না হলে শুধু শুধু আওয়ামীলীগার দিয়ে তো যুদ্ধজয় হবে না।
তাই,প্রশ্নবিদ্ধরা দশের সাথে দু'চার কদম হাঁটুক।মিছিল করুক,
শ্লোগান শিখুক,লিড দেক।দশের মন জয় করে,তারপর দশকে টেক্কা মেরে তারা নিজেদের দিনবদল ঘটাক।সেক্ষেত্রে কর্মীদের অসন্তোষ খানিকটা কম থাকবে,সংগঠনও চাঙ্গা হয়ে যাবে।
নিয়মিত নিত্যনতুন কর্মসূচী আসুক,সংগঠন ঝেড়ে-মুছে গুছিয়ে উঠুক।মুজিবকণ্যার অভাবিত উন্নয়ন কর্মকান্ডগুলোকে ভোটে পরিণত করতে দলের কর্মীবাহিনী এখন থেকে প্রস্তুত হোক।
সম্ভাব্য নমিনীরাও তাদের নির্বাচনী মাঠে সংকট ও সমাধানের পথ চিহ্নিত করে আরও অধিক শক্তিশালী হয়ে উঠুক।কর্মীরা তাদের পুরনো গানে,আত্মার টানে পুরনো পথেই ফিরে আসুক।
লিখেছেন:শ্রদ্ধেয় বড় ভাই Wazed Hasan Shawon
দলীয় কার্যালয় আর হাটে,মাঠে,পথে,প্রান্তরে নেতা-কর্মীদের ক্রীয়াশীল রাখলে অন্ততপক্ষে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানী,সুবিধাবাদীরা অগ্নিপরীক্ষার মুখে পড়বে।সুযোগ যদি নিতেই চায়,সুবিধা যদি পেতেই চায়-তাহলে দশের সামনে নিজেকে প্রকাশ করুক।মুজিবসেনা হিসাবে নিজেকে প্রস্তুত করার কঠিন সংগ্রামে ব্রতী হোক।মুজিবসেনা হিসাবে তৈরী না হলে শুধু শুধু আওয়ামীলীগার দিয়ে তো যুদ্ধজয় হবে না।
তাই,প্রশ্নবিদ্ধরা দশের সাথে দু'চার কদম হাঁটুক।মিছিল করুক,
শ্লোগান শিখুক,লিড দেক।দশের মন জয় করে,তারপর দশকে টেক্কা মেরে তারা নিজেদের দিনবদল ঘটাক।সেক্ষেত্রে কর্মীদের অসন্তোষ খানিকটা কম থাকবে,সংগঠনও চাঙ্গা হয়ে যাবে।
নিয়মিত নিত্যনতুন কর্মসূচী আসুক,সংগঠন ঝেড়ে-মুছে গুছিয়ে উঠুক।মুজিবকণ্যার অভাবিত উন্নয়ন কর্মকান্ডগুলোকে ভোটে পরিণত করতে দলের কর্মীবাহিনী এখন থেকে প্রস্তুত হোক।
সম্ভাব্য নমিনীরাও তাদের নির্বাচনী মাঠে সংকট ও সমাধানের পথ চিহ্নিত করে আরও অধিক শক্তিশালী হয়ে উঠুক।কর্মীরা তাদের পুরনো গানে,আত্মার টানে পুরনো পথেই ফিরে আসুক।
লিখেছেন:শ্রদ্ধেয় বড় ভাই Wazed Hasan Shawon
No comments