Breaking News

'সকল সেবা এক ঠিকানায়' নিয়ে আসছে একসেবা প্লাটফর্ম!

'সকল সেবা এক ঠিকানায়' নিয়ে আসছে একসেবা প্লাটফর্ম!
সরকারি সেবার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে নাগরিকদের জন্য অনলাইনে সেবার আবেদন দাখিল ও সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে ’একসেবা’।

এর মাধ্যমে আপনি নিজের বা অন্য ব্যক্তির আবেদন দাখিল ও অনলাইনে ফিস পরিশোধ করতে পারবেন; প্রোফাইলে তথ্য ও ডকুমেন্ট সংরক্ষণ করতে এবং আবেদনের সর্বশেষ অবস্থা ট্র্যাকিং করতে পারবেন এবং পত্রজারির মাধ্যমে অনলাইনে সেবা পাবেন ও অসন্তুষ্ট হলে অভিযোগ দাখিলও করতে পারবেন।
ডিজিটাল সেবা নিশ্চিত করার মাধ্যমে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ’একসেবা’।

No comments