Breaking News

Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন

জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা, ২০১৮ তে স্কুলের (ক্লাস ৩য় থেকে ৫ম) শিক্ষার্থীদেরকে Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে হবে। জেলা ভিত্তিক ও জাতীয়, দুই ক্ষেত্রেই প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এই প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন নিচে বলা হল:
  • প্রতিযোগিতা অনুষ্ঠিত হব অফ লাইন ভার্শনে, নিজ নিজ ল্যাব এ ।
  • প্রতিযোগিতার দৈর্ঘ্য হবে দুই থেকে তিন ঘণ্টা।
  • প্রতিযোগিতায় মোট দুইটি সমস্যা দেওয়া হবে তার মধ্যে থেকে যেকোনো একটি সমস্যা সমাধান করতে হবে এবং তা একটি প্রোজেক্ট আকারে সাবমিট করতে হবে nspcbd2018@gmail.com এই মেইল একাউন্ট এ।
  • প্রতিটি সমস্যাকে Scratch প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লিখে সমাধান করতে হবে।
  • প্রতিযোগিতার পূর্ণ নম্বর ১০০।
  • একটি যত বেশি ভাল করে এবং নির্ভুল ভাবে সমাধান করতে পারবে, তত ভাল নম্বর পাবে।
  • ফল প্রকাশের দিন প্রতি জেলা থেকে যে টিমটি সর্বোচ্চ নাম্বার পাবে শুধু ঐ টিমের নাম প্রকাশ করা হবে।
Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতায় সমস্যাগুলো মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে সমাধান করা যেতে পারে।
  1. Motion
  2. Looks
  3. Sound
  4. Pen
  5. Control
  6. Sensing
  7. Operators
  8. Variables

No comments