Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন
জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা, ২০১৮ তে স্কুলের (ক্লাস ৩য় থেকে ৫ম) শিক্ষার্থীদেরকে Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে হবে। জেলা ভিত্তিক ও জাতীয়, দুই ক্ষেত্রেই প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এই প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন নিচে বলা হল:
- প্রতিযোগিতা অনুষ্ঠিত হব অফ লাইন ভার্শনে, নিজ নিজ ল্যাব এ ।
- প্রতিযোগিতার দৈর্ঘ্য হবে দুই থেকে তিন ঘণ্টা।
- প্রতিযোগিতায় মোট দুইটি সমস্যা দেওয়া হবে তার মধ্যে থেকে যেকোনো একটি সমস্যা সমাধান করতে হবে এবং তা একটি প্রোজেক্ট আকারে সাবমিট করতে হবে nspcbd2018@gmail.com এই মেইল একাউন্ট এ।
- প্রতিটি সমস্যাকে Scratch প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লিখে সমাধান করতে হবে।
- প্রতিযোগিতার পূর্ণ নম্বর ১০০।
- একটি যত বেশি ভাল করে এবং নির্ভুল ভাবে সমাধান করতে পারবে, তত ভাল নম্বর পাবে।
- ফল প্রকাশের দিন প্রতি জেলা থেকে যে টিমটি সর্বোচ্চ নাম্বার পাবে শুধু ঐ টিমের নাম প্রকাশ করা হবে।
Scratch প্রোগ্রামিং প্রতিযোগিতায় সমস্যাগুলো মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে সমাধান করা যেতে পারে।
- Motion
- Looks
- Sound
- Pen
- Control
- Sensing
- Operators
- Variables
No comments