Python প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন
জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা, ২০১৮ তে হাই স্কুলের (ক্লাস ৬ থেকে ১০) শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে হবে। জেলা ভিত্তিক ও জাতীয়, দুই ক্ষেত্রেই প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এই প্রতিযোগিতার ফরম্যাট এবং নিয়ম কানুন নিচে বলা হল।
- প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে https://algo.codemarshal.org/ সাইটে।
- প্রতিযোগিতার দৈর্ঘ্য হবে তিন থেকে পাঁচ ঘণ্টা।
- প্রতিযোগিতায় মোট চার থেকে আটটি সমস্যা দেওয়া হবে।
- প্রতিটি সমস্যাকে C/C++/Python প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখে সমাধান করতে হবে।
- প্রতিযোগিদের লেখা প্রোগ্রামগুলো Codemarshal স্বয়ংক্রিয় জাজের মাধ্যমে বিচার করবে, এবং তৎক্ষনাত জানিয়ে দেবে যে আপনার প্রোগ্রামটি কি সঠিক নাকি ভুল।
- প্রতিটি সমস্যা সমাধানের জন্য সমান পরিমান নম্বর বরাদ্দ থাকবে।
- একজন প্রতিযোগি যত বেশি সমস্যা সমাধান করতে পারবে, তত ভাল র্যাঙ্ক পাবেন।
- যদি একাধিক প্রতিযোগী সমান সংখ্যক সমস্যা সমাধান করে থাকেন, তখন যিনি দ্রুত সমাধান করতে পারবেন তিনি উপরের র্যাঙ্ক পাবেন।
- প্রতিটি ভুল সমাধানের জন্য ২০ মিনিট পেনাল্টি যোগ হবে।
এই জাতীয় বেশ কিছু সমস্যা Codemarshal এ আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে অনুশীলন করতে পারেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সমস্যাগুলো মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে সমাধান করা যেতে পারে।
- Basic Input/Output
- If else
- Loop
- Array and String
- High School Mathematics
- Counting
- Logical Analysis
কোডমার্শাল ব্যবহার নির্দেশিকাঃ https://algo.codemarshal.org/manual-bn.pdf
প্রোগ্রামিং সমস্যা সমাধানের গাইডলাইনঃ http://cpbook.subeen.com/2012/12/problem-solving-guideline-1.html
No comments