Breaking News

CANON 2772, 2770 এর লাল বাতি জ্বলে উঠেছে ! লাইফ সেটআপ দিয়ে আপনি হয়ে উঠুন পাকা টেকনিশিয়ান!!


সুপ্রিয় বন্ধুগন, আমার ছালাম নিবেন। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমাদের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ন জিনিস হলো প্রিন্টার। প্রিন্টার নষ্ট বা খারাপ থাকলে ব্যবসার বারটা বেজে যায়!
     আমাদের বহুল ব্যবহৃত প্রিন্টার হলো Canon 2772, 2770 এটির মূল্য সাশ্রয়ী হওয়ায় বর্তমানে এর জনপ্রিয়তা তুঙ্গে। তাই এটির ব্যবহার এবং রিপেয়ার সম্বন্ধে আমাদের সামান্য কিছু জ্ঞান থাকা আবশ্যক।
     আজ আমি আপনাদের এটির Life সেটআপ এবং Resetter সম্বন্ধে বিশেষ ধারনা দেব। যার ফলে আপনি নিজেই হয়ে উঠবেন একজন পাকা টেকনিশিয়ান!



আপনার প্রিন্টারে এরকম সিগনাল আসছে তো? কোন সমস্যা নেই। নিচের ধাপগুলো অনুসরন করুন >>>
  • প্রথমে আপনার প্রিন্টারটি Off করুন

  • উপরের চিত্রটি লক্ষ্য করুন

  • এই চিত্রটিও ভাল করে খেয়াল করুন।
  1. প্রথমে প্রিন্টারটি বন্ধ অবস্থায় Reset বাটন শাহাদৎ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরুন।ঐ অবস্থায়....
  2. ২/৩ সেকেন্ড পর তর্জনী আঙ্গুল দিয়ে Power বাটন চাপ দিয়ে ধরুন।
  3. এবার সাহাদৎ আঙ্গুল- এর চাপ ছেড়ে দিন আবার চাপদিয়ে ধরুন। এভাবে ২-৩ বার করুন।
  4. এবার শাহাদৎ আঙ্গুল চাপপ্রয়োগ অবস্থায় তর্জনী আঙ্গুল -এর চাপ ছেড়েদিয়ে আবার ধরুন
  5. সবুজ বাতি জ্বলে উঠলে হাত সরিয়ে নিন এবং প্রিন্টার চালু থাকবে।
এবার দ্বিতীয় ধাপ শুরু করার আগে Re-setter Software টি ডাউনলোড করে নিন  এখান থেকে ***
ডাউনলো সম্পন্ন হলে সেটি ইনস্টল করুন। নিচের চিত্রের ন্যায় একটি ম্যাসেজ বা উইজার্ড সো করবে .____


উইজার্ডটি এরকমও হতে পারে ____


এটি সো করলে ২০ সেকেন্ড অপেক্ষা করে Cancel করে দিন। ফলে Re-setter ওপেন হলে নিচের চিত্রটি খেয়াল করুন____


অথবা আরো সহজে করলে নিচের চিত্রটি দেখুন___


চিত্রে দেখানো ১নং, ২নং এবং ৩নং কাজ শেষ হলেই আপনার কাজ শেষ। দেখুন আপনার প্রিন্টার রেডি। এবার উপভোগ করুন আর চটিয়ে প্রিন্ট করুন।
ব্যবসা রমরমা কি বলেন। টেকনিশিয়ান হলেনতো !!
[বি.দ্র: Re-setter  Software টি ডাউনলোড করতে না পারলে আমাকে কমেন্টে/ই-মেইল প্রদান করুন _ দিয়ে দিব।

ধন্যবাদান্তে

No comments