ঘরে ঘরে সেহরি পৌঁছে দেবে ড্রোন
কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে রোজাদারদের ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।
একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহুরে নাগরিকদের ভোর রাতে ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে। ৮ ব্যাটারিচালিত এ ড্রোনটি একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম।
কেন ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কোম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কম। অধিকাংশই প্রবাসী। যারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেন। এদের মধ্যে ভারত, বাংলাদেশে ও পাকিস্তানি মুসলমানের সংখ্যা বেশি। দুবাইতে কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান না। আবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিন। অনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা সময়মতো পৌঁছে না। সব মিলিয়ে নাগরিকদের সুবিধার জন্যেই দ্রুতগামী ওই ড্রোনের ব্যবহার।
Post Comment
No comments