জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ নিয়ে A to Z
যারা রিলিজ স্লিপে আবেদন করবে , তাদের অবশ্যই রিলিজ স্লিপ সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা উচিত । পরিষ্কার ধারনা না থাকাতে অনেক সময় আমরা ইচ্ছামতো আবেদন করে ফেলি , ফলশ্রুতিতে আমাদের অনেকের একটি বছর পর্যন্ত গ্যাপ যায়। আর তাই এই পোস্টে আমরা রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত জানব । তো চলুন শুরু করা যাক,
উত্তরঃ রিলিজ স্লিপ, যার অর্থ ছাড়পত্র, আসলে রিলিজ স্লিপ খায় ও না মাথায় ও দেয় না, শুধুমাত্র একটা নাম । আর এটার জন্য কোথাও যাওয়া ও লাগে না বা টাকাও লাগে না। অনেকে ভাবে কলেজ থেকে রিলিজ স্লিপ আনা লাগে আসলে তাও না , জাস্ট একটা নাম । অর্থ্যাৎ রিলিজ স্লিপ একটি আবেদন প্রক্রিয়ার নাম মাত্র ।
উত্তরঃ ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী- মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হবেনা এবং ভর্তি বাতিল করবে সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
উত্তরঃ না
উত্তরঃ ২য় মেরিট লিস্ট দিবে ,২য় মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হবে । তারপর কোটার রেজাল্ট দিবে, কোটার ভর্তি কার্যক্রম শেষ হবে । এরপর রিলিজ স্লিপের আবেদন । সম্ভাব্য তারিখ নভেম্বরের ১ম বা ২য় সপ্তাহ।
উত্তরঃ আবেদন করার জন্য রোল আর পিন লাগে । এন ইউ’র ওয়েবসাইটে “Applicant’s login” করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে । এতকিছু না বুঝলে আপনি শুধু কম্পিউটার দোকানে আপনার রোল,পিন এবং আপনার পছন্দের ৫ টি কলেজ ও বিষয় বললেই আবেদন করে দিবে।
উত্তরঃ হুম রিলিজ স্লিপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করতে হয় । না, আপনাকে ৫ টি কলেজেই আবেদন করতে হবে , একটি কম ও না একটি বেশি ও না ।
উত্তরঃ জ্বি , পারবেন {See this 1st(A) & 1st(B) pic}।
উত্তরঃ হুম দেশের যে কোন ৫ কলেজেই আবেদন করতে পারবেন । সরকারি বেসরকারি যে কোন ৫ কলেজ [See this 2nd(A) pic] ।
উত্তরঃ আপনার পছন্দকৃত ৫ কলেজের মধ্যে থেকে আপনার জিপিএ অনুযায়ী একটি কলেজে একটি বিষয়ে নির্বাচিত হবেন ।
উত্তরঃ আপনার প্রদর্শিত যে কোন বিষয়ে করতে পারবেন {See this 1st(A) & 1st(B) pic} ।
উত্তরঃ না , প্রতিটা কলেজের বিপরীতে আলাদা আলাদা বিষয় নির্বাচন দিতে পারবেন । আপনি চাইলে একটি ও দিতে পারবেন [See this 2nd(A) & 2nd(B) pic]।
উত্তরঃ হ্যাঁ পারবেন ,আপনি পূর্বের আবেদন বাতিল করে পূনরায় নতুন করে আবেদন করতে পারবেন । আর এ সুযোগ পাবেন মাত্র একবার ।
উত্তরঃ জ্বি ,পারবেন।
উত্তরঃ না ,যে বিষয় আসবে ঐ বিষয়েই ভর্তি হতে হবে ।
?প্রশ্নঃ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা/বিভাগীয় শহরের সরঃ কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম… অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।
উত্তরঃ নভেম্বরের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ।
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ২-৭ দিনের মধ্যে ।
উত্তরঃ ৭-১০ দিন ।
উত্তরঃ না , রিলিজ স্লিপের আবেদন ফরম কলেজে জমা দিতে হবে না , কারন রিলিজ স্লিপের কোন “College Copy” হয় না , শুধুমাত্র “Students Copy” হয় (See this 2nd pic) ।
উত্তরঃ এটা ডাওনলোড বা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন , পরবর্তীতে যেই কলেজে ভর্তি হবেন ঐ কলেজে জমা দিবেন ।
উত্তরঃ ২ বার , ১ম রিলিজ স্লিপ এবং ২য় রিলিজ স্লিপ(সিট খালি থাকা সাপেক্ষে)। কেউ ৩য় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবেন না , কেননা এখন পর্যন্ত ৩য় রিলিজ স্লিপ প্রকাশ করা হয় নাই।
উত্তরঃ জ্বি ভাই, পারবেন ।
উত্তরঃ অনলাইন থেকে ভর্তি ফরম পূরন করে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তি হতে হবে ( মেধাতালিকার মতোই) ।
২য় রিলিজ স্লিপ এ যদি না আসে তখন ৩য় বার কি কোন সুযোগ দিবে?????
ReplyDelete