বস্ত্রহীন,উলঙ্গ-অর্ধনগ্ন নিজের মা বোনের ছবি সহ্য করতে পারবেন?




ছবিটি ১৯৭১ সালের ১৮ জুলাই কলকাতার ৭০ মাইল উত্তর পূর্বের মধুপুর গ্রামের সীমান্ত থেকে তুলেছিলেন ভারতীয় ফটোগ্রাফার Santosh Basak

ভারতে শরনার্থী হয়েছিলেন।চিন্তা করে দেখুন তো কোন গৃহবধূর সামনে তার স্বামীকে হত্যা করার পর তাকেই গণধর্ষন করছে দেশী বিদেশী কিছু নরপশুরা।গনহত্যা,ধর্ষন শেষে তাঁরাই পুরা গ্রাম আগুনে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে।পুরুষদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে নয়তো গুলিতে হত্যা করা হয়েছে।গ্রামের উলঙ্গ অর্ধনগ্ন শরীরে থাকা শত শত ধর্ষিতা নারী কিশোরী প্রান বাঁচাতে ছুটছে জীবন বাঁচাতে।যখন ভারতে আশ্রয় পেলো তখন তারা প্রত্যেকেই ছিলো মানসিক ভাবে সম্পূর্ন বিধ্বস্ত।
ভারতীয় শরনার্থী ক্যাম্পে পালিয়ে যাওয়া এমন হাজার হাজার নারী কিশোরীর মধ্যে কেউ আপনার আমার বোন ছিলো না,তাই হয়তো আমরা কত সহজে ভুলে যাচ্ছি।কিন্তু ইতিহাস বলছে আমার আপনার পূর্বপূরুষরা
রিফুজি ছিলাম।উলঙ্গ/অর্ধনগ্ন অবস্থায় বিদেশে পালিয়ে গিয়েছিলাম।রোগ বালাই থেকে বাঁচতে লাইনে দাড়িয়ে ভ্যাকসিন গ্রহন করেছিলাম।
ছবিগুলো সেই ভুলে যাওয়া ইতিহাসের অংশ
যা কখনো ভাইরাল হয়নি হবেও না।
ভারতীয় শরনার্থী ক্যাম্পে নিচের ৩ টি ছবি তুলেছেন বিদেশী ফটোগ্রাফার Bruno Barbey
(লিখতে গিয়ে আমি কয়েক দফা কেঁদেছি। কেউ লিখাটা পড়ে আকস্মিক মনে কষ্ট পেলে ক্ষমা করবেন)
লেখক: নুরুল আজিম রনি
No comments