Breaking News

খেলবে টাইগার, জিতবে টাইগার

উল্লাস, উচ্ছ্বাস, কত কত গর্জন আমাদের এনে দিলো তোমাদের অর্জন! তোমাদের চোখ দিয়ে স্বপ্ন দেখে দেশ, সাথে আছে প্রতিক্ষণে জেনে রেখো বাংলাদেশ। করবে লড়াই সবটা দিয়ে জানি তোমরা ছাড়বে না হাল নতুন এক ভোর ঠিকই এনে দেবে আগামীকাল। খেলবে টাইগার, জিতবে টাইগার; আমরা করবো চিয়ার, টাইগার ফ্যান্স রোরিং, ক্যান ইউ হিয়ার! তোমরাই শক্তি, আমাদের অহংকার তোমরাই বাংলাদেশ- দুর্জয়-দুর্বার! বিজয় নিশান উড়িয়ে আবার বীরের মতো আসবে ফিরে, এই প্রার্থনা ঘরে-ঘরে! লড়ে যাও, গড়ে যাও, লেখো নতুন ইতিহাস, সাথে আছি, সাথে রবো- দিলাম এই আশ্বাস। বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার। খেলবে টাইগার, জিতবে টাইগার; আমরা করবো চিয়ার, টাইগার ফ্যান্স, রোরিং ক্যান ইউ হিয়ার!

No comments