Breaking News

স্টার স্পোর্টসের বিজ্ঞাপন, বাংলাদেশ-পাকিস্তানকে অপমান (ভিডিও)

ভক্তদের মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু থেকেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বানাচ্ছে স্টার স্পোর্টস। এরই ধারাবাহিকতায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিকে সামনে রেখেও একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে ভারতের টেলিভিশন চ্যানেলটি। কিন্তু ‘মওকা মওকা’ শিরোনামে বানানো স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও অপমান করা হয়েছে।
স্টার স্পোর্টসের বিতর্কিত বিজ্ঞাপনে ভারতকে সরাসরি পাকিস্তানের পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়; বাংলাদেশকেও পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয়েছে। বিজ্ঞাপনে বাংলাদেশকে পাকিস্তানের ভাই হিসেবে দেখানো হয়। এ ছাড়া বিজ্ঞাপনে বাংলাদেশি সমর্থকের চরিত্রে অভিনয় করা ব্যক্তিকে দিয়ে উর্দু বলানো হয়, যেটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
আগামী ১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি সামনে রেখে গেল ৯ জুন নিজেদের ‘মওকা মওকা’ শিরোনামের বিজ্ঞাপনটি প্রকাশ করেছে স্টার স্পোর্টস।
স্টার স্পোর্টসের বানানো বিজ্ঞাপনে দেখানো হয়, বাংলাদেশের জার্সি পরা এক ব্যক্তি পাকিস্তানের জার্সিধারী ব্যক্তিকে বলছেন, ‘ভাই সপ্তম বারের মতো সুযোগ এসেছে। বিশ্বকাপে আবারও ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছেন, শুভ কামনা। চেষ্টা চালিয়ে যান।’ জবাবে পাকিস্তানের জার্সি পরা ব্যক্তি বলেন, ‘চেষ্টা করেই যেতে হবে। চেষ্টা যে করে সে কখনো হারে না। একদিন জয় আসবেই। আমার বাবা এই কথা বলতেন।’
এরপর ভারতীয় জার্সি পরা ব্যক্তি পাকিস্তানি সমর্থককে উদ্দেশ করে বলেন, ‘চুপ পাগলা, আমি কখন তোকে এই কথা বলেছি?’ তখন পাকিস্তানি ব্যক্তি বলেন, ‘না না, আপনি নন। আমার আব্বু এটা বলেছে...।’

No comments