গুগল ক্রোমের অজানা কিছু বিষয়
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে গুরুত্বপূর্ণ একটি ব্রাইজারের নাম হলো গুগল ক্রোম। Starcounter এর গণনা অনুযায়ী গুগল ক্রোম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৬%। গুগল ক্রোমের সফলতার জন্য এটি ক্রোন নামের একটি ব্রান্ডে পরিনত হয়েছে। এত জনপ্রিয়তার পরও গুগল ক্রোমে অনেক ফিচার রয়েছে যা সম্পর্কে আমরা কিছুই জানি না। নিম্নে গুগল ক্রোমের অজানা ফিচার নিয়ে আলোচনা করা হলোঃ
১. আমরা জানি যে কোন ট্যাবকে ড্রাগ করে ড্রপ করলে নতুন উইন্ডো চালু হয়। ঠিক তেমনি ভাবে গুগল ক্রোমে একাধিক ট্যাব দিয়ে উইন্ডো চালু করা যায়। আপনার কীবোর্ড থেকে Ctrl কী চেপে যে ট্যাব গুলো দিয়ে নতুন উইন্ডো খুলতে চান, তার উপর ক্লিক করুন এই বার ড্রাগ করে যেকোনো কোথাও ড্রপ করে দিন। দেখবেন আপনার ক্লিক করা সব কয়টা ট্যাব দিয়ে নতুন একটা উইন্ডো খুলে গেছে।
২. গুগলের ক্রোমের সার্চ বক্সে যে কোন সাধারণ অংক টাইপ করুন, দেখবেন স্বয়ংক্রিয় ভাবে গুগল ক্রোম আপনার অংকের সমাধান করে দিয়েছে। তবে ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল থাকতে হবে। ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় ফিচারটি কাজ করবে না।
৩. ক্যালকুলেটরের পাশাপাশি একটি ভালোমানের মানের ইউনিট কনভার্টারও। যে ইউনিটটি কনভার্ট করতে চান তা সার্চ বক্সে লেখুন, ব্যাস হয়ে যাবে আপনার ইউনিটের কনভার্ট। তবে ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল থাকতে হবে। ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় ফিচারটি কাজ করবে না।
৪. গুগল ক্রোম দিয়ে আপনি Jpg, Png, Gif ইত্যাদি ফটো Browse করতে পারবেন। আপনার ফাইল এক্সপ্লোরার থেকে যেকোনো ইমেজ ড্রাগ করে ক্রোমে ড্রপ করুন। ব্যাস, খুব সহজ।
৫. ওয়েব পেজ থেকে কোন টেক্সট হাইলাইট করে সেটি ড্রাগ করে সার্চবক্সে ড্রপ করে দিলেই সেটি দ্বারা সার্চ হয়ে যাবে আপনার সেট করা সার্চ ইঞ্জিনে। এটা টেক্সট কপি করে পেস্ট করে সার্চ করার মতোই। কিন্তু ড্রাগ ও ড্রপ করে বেশি তাড়াতাড়ি সার্চ করতে পারবেন।
৬. আপনি যে লিঙ্কটি ওপেন করতে চান, সেই লিঙ্কটি ড্রাগ করে সার্চবক্সে এ ড্রপ করলেই হবে। আপনি চাইলে লিঙ্কটি এডিট করতে পারবেন। কোন লিঙ্ককে যদি নিউ ট্যাব নিয়ে খুলতে চান তাহলে লিঙ্কটি ড্রাগ করে নিউ ট্যাব আইকন এর পাশে ড্রপ করে দিলেই আপনার লিঙ্ক নিউ ট্যাব নিয়ে খুলবে।
৭. দ্রুত কাজ করার জন্য আপনার কীবোর্ডে Ctrl কী চেপে ধরে ক্রমান্বয়ে ১,২,৩,৪,৫,৬ চাপতে থাকুন দেখবেন ক্রমিক ভাবে আপনার ট্যাব গুলো সুইচ হচ্ছে।
৮. স্পেস কী চাপলে পেজ নিচের দিকে এবং স্পেস+শিফট কী চাপলে পেজ উপরে ন্যাভিগেট হবে।
৯. গুগল ক্রোম সার্চবক্সে গিয়ে টাইপ করুন “chrome://settings” তারপর ENTER চাপুন। এইবার নিচে স্ক্রল করে Advanced Settings Link এ ক্লিক করুন। এইবার ডাউনলোড লোকেশান থেকে ডেক্সটপ কে দেখিয়ে দিন। তাহলেই ডাউনলোড করা সকল ফাইল জমা হবে ডেক্সটপে।
১০. সার্চবক্সের ডান পাশে থাকা ছোট স্টার আইকনে ক্লিক করলে বর্তমান ট্যাবে থাকা ওয়েবসাইটটি বুকমার্ক হয়ে যাবে। এবন বাম পাশে থাকা পেইজ আইকনে ক্লিক করলে পেয়ে যাবেন ঐ ওয়েবসাইটের সকল তথ্য।
১১. সার্চবক্স থেকে লিঙ্কটি হাইলাইট করে করে টেনে নিয়ে ডেক্সটপের উপর ছেড়ে দিলেই লিঙ্কটি বুকমার্ক হিসেবে ডেক্সটপে সেভ হবে।
১২. গুগল ক্রোম ব্রাউজারকে রঙ্গিন করে নিতে https://chrome.google.com/webstore/category/themes?hl=en এ ক্লিক করে পছন্দের থিম নির্বাচন করে রঙ্গিন করে নিন গুগল ক্রোমকে।
No comments