হার্ড ড্রাইভ নষ্ট হওয়ার লক্ষন
হার্ড ড্রাইভ হলো একটি গুরুত্বপূর্ণ অংশ যা কম্পিউটারের তথ্য সংগ্রহ করে রাখে। অন্যান্য ডিভাইসের মত এই ডিভাইসের আয়ু রয়েছে যা তাপমাত্রা ওঠা নামা, আর্দ্রতা ও বিভিন্ন বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে। নির্দিষ্ট সময় ব্যবহারের পরে হার্ডড্রাইভ নষ্ট হয়ে যায়। তাই আগে থেকে সচেতন থাকতে হবে ডিভাইসটি নষ্ট হয়ে যেন গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে না যায়। হার্ডড্রাইভ নষ্টের কিছু লক্ষণ তুলে ধরা হলোঃ
১. হার্ডড্রাইভ থেকে একই শব্দের বারবার শোনা গেলে বা গুড়ো করার মত শব্দ সোনা গেলে ধরে নিতে হবে হার্ড ড্রাইভ প্রায় শেষ। বারবার শব্দ সোনার বিষয়টির নাম হলো ‘ক্লিক অব ডেথ’। হার্ডড্রাইভ ঠিক করার সময় বা কোন কিছু রাইট করার সময় এ শব্দের সৃষ্টি হয়।
২. সফটওয়ার বা ফোল্ডার চালু করার সময় বেশি সময় লাগলে বা হ্যাং করলে অথবা ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ দেখালে বুঝে নিতে হবে হার্ড ড্রাইভ নষ্টের পথে। উইন্ডোজ সেফ মোড বা নতুন করে ইনস্টলেশন দেওয়ার সময় যদি এ ধরনের সমস্যা দেখেন তবে বুঝবেন হার্ডড্রাইভ ঠিকমতো কাজ করছে না।
৩. কোন ফাইল চালু না হওয়া, কারন ছাড়াই ফাইল গায়েব হওয়া বা ফাইল করাপ্ট হওয়া হার্ড ড্রাইভ নষ্ট হওয়ার পূর্ব লক্ষন।
৪. যদি খুব বেশি ব্যাড সেক্টর দেখতে পান তবে বুঝবেন হার্ডড্রাইভের অবস্থা শোচনীয়। ব্যাড সেক্টর হচ্ছে হার্ডড্রাইভের ত্রুটিপূর্ণ এলাকা, যে এলাকাগুলো ডাটা রিড বা রাইট করার অনুরোধ পেলেও সাড়া দেয় না।২. সফটওয়ার বা ফোল্ডার চালু করার সময় বেশি সময় লাগলে বা হ্যাং করলে অথবা ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ দেখালে বুঝে নিতে হবে হার্ড ড্রাইভ নষ্টের পথে। উইন্ডোজ সেফ মোড বা নতুন করে ইনস্টলেশন দেওয়ার সময় যদি এ ধরনের সমস্যা দেখেন তবে বুঝবেন হার্ডড্রাইভ ঠিকমতো কাজ করছে না।
৩. কোন ফাইল চালু না হওয়া, কারন ছাড়াই ফাইল গায়েব হওয়া বা ফাইল করাপ্ট হওয়া হার্ড ড্রাইভ নষ্ট হওয়ার পূর্ব লক্ষন।
No comments