Breaking News

গ্রীক সভ্যতা .......

প্রিয় বন্ধুরা আজ আলোচনা করবো গ্রীক সভ্যতা নিয়ে.........
১.নদী তীরে গড়ে ওঠে নি- গ্রীক সভ্যতা
২. গ্রিক সভ্যতা গড়ে ওঠে -১৫৮ টি নগর রাষ্ট্রের সমন্বয়ে
৩. প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব হয়-এথেন্স ও স্পার্টায়
৪. ইতিহাসে পেলোপনেসীয় যুদ্ধ সংগঠিত হয়- এথেন্স ও স্পার্টার মধ্যে
৫. প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন-গ্রীক বিজ্ঞানীরা
৬. গ্রীক সভ্যতায় যুক্তিবাদী দার্শনিকদের বলা হত সোফিস্ট
৭. গ্রিক সভ্যতার অবদান ছিল - সভ্যতা বিনির্মাণে, জ্যামিতি, চিকিৎসা ক্ষেত্রে,দর্শন চর্চায়
৮. গ্রিক সভ্যতার বিশেষ অবিদান - গণতন্ত্র উদ্ভাবন,
৯.গ্রিসকে বলা হয়- গনতন্তের সুতিকাগার,
১০. ব্যাজ্ঞনবর্ণের সাথে স্বরবর্ণ (vowels) যুক্ত করেন- গ্রিকরা,
১১. গ্রিকদের মতে তাদের দেবদেবীরা বাস করে- অলিম্পাস পর্বতের চুড়ায়,
১২. গ্রিক সভ্যতার সাথে জড়িত আছে-হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার,
১৩. হেলেনিস্টিক সভ্যতা বিকাশে ভুমিকা রাখে- মেসেডোনিয়ার রাজা আলেকজান্ডার,
১৪. হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল - মিসরের আলেকজান্দ্রিয়ায়য়,
১৫. হেলেনিস্টিক সভ্যতা বিস্তৃত ছিল- মিসর, এশিয়া মাইনর, গ্রিস,মেসেডোনিয়ার আলেকজান্দ্রিয়ায়,
গ্রিকদের দেবদেবী
# জিউস - গ্রিকদের প্রধান দেবতা,
# হেরা- জিউসের স্ত্রী এবং বিবাহ বন্ধন অটুট রাখার দেবী,
# এথেনা- জিউসের কন্যা এবং প্রজ্ঞার দেবী,
# এরিস - যুদ্ধদেবতা,
# ডিমিটার - কৃষির দেবী,
# হারমেস- ব্যাবসা বিষয়ক দেবতা,
# আরটেমিস- শিকার,উর্বরতা,বন এবং চাদের দেবী,
# আফ্রোডায়িট- ভালবাসা বা প্রেমের দেবী,
# অ্যাপোলো- সূর্য দেবতা,চিকিৎসা, সঙ্গিতের দেবতা,,,,

No comments