Breaking News

৪০ তম বিসিএস পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে

বিসিএস পরীক্ষার সিট প্লান নিয়ে ইতিমধ্যেই অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ  এবং পেজে বলা হচ্ছে বিসিএস এর সিট প্লান দিয়েছে। কিন্তু BPSC এর ওয়েবসাইটে এর কোন নাম গন্ধ খুজে পাওয়া যাচ্ছে না। আপনারা এই ধরণের ভ্রান্তিতে পড়বেন না যদি সবসময় সঠিক স্থান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। 

আজকে সকালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারলাম সিট প্লান দিয়েছে। ঐ পেজ থেকে ডাউনলোড করে এক বড় ভাইয়ের সিট প্লান দেখলাম- তাঁর রোল ঐ লিস্টেই নেই। পরে দেখা গেল পিএসসি এখনো সিট প্লান দেয়নি। 
(ভাই, কানে ধরছি আর, এইসব পেজ/সাইট থেকে কোন নোটিশ দেখবো না, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবো)

সঠিক তথ্য কোথায় পাব?
বিসিএস সম্পর্কিত সবচেয়ে সঠিক তথ্য পাবেন bpsc.gov.bd তে, কারণ এটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। 

বিসিএস এর সিট প্লান ডাউনলোড
আপনি যদি অলস হন এবং ঐ পেজে না যেতে চান তাহলে এখান থেকেই ডাউনলোড করে নিন-

কোন প্রশ্ন থাকলে বা, সমস্যা হলে কমেন্ট করে জানান। 

No comments