চাকরীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ 'বিদেশ জবস'
চাকরীর জন্য বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের জন্য চালু হল নতুন চাকরীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ 'বিদেশ জবস' (bdesh.bdjobs.com) । আজ রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এ চাকরীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ এর উদ্বোধন করা হয়।
Bdjobs.com এবং জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান IOM (International Organization for Migration) এর যৌথ উদ্যোগে এবং প্রবাসী কল্যান মন্ত্রণালয় ও ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেইনিং (BMET) এর তত্ত্বাবধানে এ ওয়েবসাইট এবং অ্যাপটি নির্মিত হয়েছে।
বিদেশগামী কর্মীরা সঠিক তথ্যের অভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানারকম প্রতিকূলতার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে তারা প্রতারনার স্বীকার হন এবং বিদেশে যেতে পারেন না। অনেকে আবার বিদেশের মাটিতে পৌঁছাতে পারলেও প্রক্রিয়াগত ত্রুটির কারনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।
উল্লেখ্য যে 'বিদেশ জবস' শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্টদের দেয়া বিদেশে চাকরীর বিজ্ঞাপনগুলো প্রকাশ করবে। চাকরী প্রার্থীদের আবেদনপত্রগুলো সরাসরি মুল রিক্রুটিং এজেন্টদের কাছে চলে যাবে। ফলে চাকরী প্রার্থীদের যেমন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না আবার রিক্রুটিং এজেন্টরাও অল্প সময়ে তাদের প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন লোকবল খুঁজে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী জনাব ফাহিম মাশরুর বলেন, বিদেশে চাকরী প্রার্থীরা যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিদেশ যেতে পারে, তারা যেন কোন প্রকার প্রতারণার শিকার না হয় সেই প্রচেষ্টা থেকেই বিডিজবস ডট কম এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে।
IOM এর ডেপুটি মিশন প্রধান শ্যারন ডিমানশ আশা করছেন এই জব সাইটের মাধ্যমে বিদেশগামী কর্মীরা সময়মত বিদেশে চাকরীর সঠিক তথ্য পাবে এবং কোন প্রকার বিভ্রান্তিতে পড়বে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান বলেন, কর্মীরা যেন কম খরচে ও নিরাপদে বিদেশে যেতে পারে, তারা যেন কোন ভাবে প্রতারণার ফাঁদে না পড়ে সে ব্যাপারে তাঁর মন্ত্রণালয় তৎপর। মন্ত্রণালয় এ খাতের সবাইকে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে কাজ করে যাচ্ছে।
BMET এর মহাপরিচালক জনাব সেলিম রেজা বলেন, বিদেশী নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল খুঁজে পেতে 'বিদেশ জবস' বিদেশে চাকরী প্রার্থী এবং রিক্রুটিং এজেন্টদের মধ্যে একটি কার্যকর মাধ্যম হিসাবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (BAIRA) এর মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান।
No comments