ডিজিটাল অপরাধ ঠেকাবে আইএমইআই ডেটাবেইজ
দেশের ডিজিটাল অপরাধ মোকাবেলায় আইএমইআই ডেটাবেইজকে একটি মাইলফলক অগ্রগতি হিসেবে দেখছেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার বিটিআরসিতে এই এনওসি অটোমেশন এবং আইএমইআই ডেটাবেইজ বা এনএআইডির উদ্বোধনকালে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী|
মন্ত্রী বলেন, আমরা যত ডিজিটাল পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছি, অপরাধীরাও ডিজিটাল অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল অপরাধ মোকাবেলায় ডিজিটাল পদ্ধতিই কার্যকর। এই আইএমইআই ডেটাবেইজ অনেক ডিজিটাল অপরাধ রুখে দেবে এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করবে।
এখন থেকে যে কেউ ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেইজে সংরক্ষিত রয়েছে কিনা তা জানতে পারবেন।
নতুন হ্যান্ডসেটের ক্ষেত্রে মোড়কেই দেখা যাবে আইএমইআই নম্বর। সেক্ষেত্রে *#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর নিতে হবে। আর ব্যবহার করা হ্যান্ডসেটে *#০৬# ডায়াল করেই জেনে নেওয়া যায় মোবাইল ফোনে ব্যবহৃত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর আছে কি নেই।
মোবাইল ইম্পোটার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে স্থাপন করা হয়েছে আইএমইআই সংক্রান্ত এই ডেটাবেইজ। সেখানে মোবাইল ফোন অপারেটরদের আমদানি করা সকল ফোনের আইএমইআই সংক্রান্ত তথ্য ইতোমধ্যে রাখা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটদের নেটওয়ার্কে থাকা আইএমইআই-ও রাখা হচ্ছে সেখানে।
এই ডেটাবেইজের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে হ্যান্ডসেটটি বৈধ পথে আমদানি করা কিনা। হ্যান্ডসেট আমদানিকারকরা তাদের আমদানির অনাপত্তিপত্র পাবেন অনলাইনেই।
এই পদ্ধতিতে কাস্টম হাউজের জন্য আলাদা মডিউল এবং একটি ডিভাইস থাকবে যা দিয়ে কমিশনের অনাপত্তিপত্রতে থাকা আইএমইআই নম্বর যাচাই করে শুল্কায়ন করা যাবে। এতে ভুল আইএমইআই নম্বরের মোবাইল ফোন দেশে আসতে পারবে না।
এই পদ্ধতিতে কাস্টম হাউজের জন্য আলাদা মডিউল এবং একটি ডিভাইস থাকবে যা দিয়ে কমিশনের অনাপত্তিপত্রতে থাকা আইএমইআই নম্বর যাচাই করে শুল্কায়ন করা যাবে। এতে ভুল আইএমইআই নম্বরের মোবাইল ফোন দেশে আসতে পারবে না।
ভবিষ্যতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) স্থাপন করা হলে এই এনএআইডি তার ডেটাবেইজ হিসাবে কাজ করবে। ফলে এর মাধ্যমে মোবাইল ফোন চুরি, ছিনতাই রোধসহ অপরাধমূলক কার্যক্রম রোধ করা যাবে।
এখন বছরে প্রায় সাড়ে তিন কোটি হ্যান্ডসেট আমদানি হয়। এর বাইরে আরও অন্তত এক কোটি হ্যান্ডসেট আসে অবৈধ পথে যেগুলো থেকে সরকার কোনো ট্যাক্স পায় না বা নিরাপত্তার দিক দিয়েও সেখানেও সমস্যা থেকে যায়।
ডেটাবেইজ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক, বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুবসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।
#টেক শহর
No comments