জিমেইল ফিচার্স এখন অত্যাধুনিক ও স্মার্ট!
জিমেইল-এর জন্য নতুন ডিজাইন
বের করল
গুগল।
আর এই
নতুন ডিজাইনের
সঙ্গে সঙ্গে
এলো বেশকিছু
নতুন ফিচার্সও। এই ফিচার্সগুলিতে জিমেইল
হবে অত্যাধুনিক
ও স্মার্ট। এক নজরে দেখে
নিন সেই
ফিচার্সগুলো-
ইমেল শর্টকাট:
আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রিড, স্নুজ, রাইট নেক্সট টু দ্য প্রিভিউ-র মতো শর্টকাটগুলি পাবেন ইমেলে। এরমধ্যে প্রথম তিনটি অপশন আগেই ছিল। এ ছাড়াও জিমেইল অ্যাপসে পাবেন কিপ, টাস্কস, ক্যালেন্ডারের মতো শর্টকাটগুলি।
Nudge রিপ্লাই:
এবার জিমেইল-এ থাকবে ‘Nudge’ ফিচার্স৷ অনেকদিন আগে উত্তর দেওয়া বা উত্তর না দেওয়া ইমেল-এর কথা মনে করিয়ে দেবে এটি।
স্মার্ট রিপ্লাই:
জিমেইল-এর মোবাইল ভার্সনে পাওয়া যাবে এটি। তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়া যাবে এই ফিচার্সের মাধ্যমে।
রিস্ক ওয়ার্নিং:
যদি কোনো মেইল-এর মাধ্যমে ভাইরাস ঢোকে সঙ্গে সঙ্গে রিস্ক ওয়ার্নিং তা জানান দেবে।
কনফিডেন্সিয়াল মোড:
কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করে মেইল পাঠালে আপনার মেইলটি অন্যদের থেকে সুরক্ষিত থাকবে। কনফিডেনসিয়াল মোডে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম অন করতে পারবেন। যার মানে হলো- এই ফিচার অন করলে আপনার ইমেইলটি পাঠানোর পর প্রাপকের ফোনে একটি ওটিপি কোড যাবে এসএমএসের মাধ্যমে। এবং প্রাপক শুধুমাত্র তার ওই ওটিপি কোড ব্যবহার করেই মেইলটি খুলতে পারবেন।
কপিরাইট ম্যানেজমেন্ট:
নতুন আরেকটি ফিচার হলো জিমেইল ইন্টিগ্রেটেড রাইট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনার মেইলটিকে অপর প্রান্তের ব্যক্তি কর্তৃক ফরোয়ার্ড, ডাউনলোড কিংবা প্রিন্ট করা থেকে বিরত রাখবে। যদিও এসব সিস্টেম বাইপাস করা যায় সহজেই, তবুও গুগল মনে করছে এই ফিচারটি আপনার প্রাইভেসি রক্ষায় কিছুটা হলেও কাজে লাগবে।
অফলাইন মোড:
গ্রাহকদের অনুরোধের পর গুগল এবার ফুল ফিচারড অফলাইন মোড এনেছে জিমেইলে। এখন ব্যবহারকারীরা তাদের জিমেইল মোবাইল অ্যাপে অফলাইনে কাজ করার সময় অনলাইনের প্রায় সব ফিচারই পাবেন।
ইমেল শর্টকাট:
আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রিড, স্নুজ, রাইট নেক্সট টু দ্য প্রিভিউ-র মতো শর্টকাটগুলি পাবেন ইমেলে। এরমধ্যে প্রথম তিনটি অপশন আগেই ছিল। এ ছাড়াও জিমেইল অ্যাপসে পাবেন কিপ, টাস্কস, ক্যালেন্ডারের মতো শর্টকাটগুলি।
Nudge রিপ্লাই:
এবার জিমেইল-এ থাকবে ‘Nudge’ ফিচার্স৷ অনেকদিন আগে উত্তর দেওয়া বা উত্তর না দেওয়া ইমেল-এর কথা মনে করিয়ে দেবে এটি।
স্মার্ট রিপ্লাই:
জিমেইল-এর মোবাইল ভার্সনে পাওয়া যাবে এটি। তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়া যাবে এই ফিচার্সের মাধ্যমে।
রিস্ক ওয়ার্নিং:
যদি কোনো মেইল-এর মাধ্যমে ভাইরাস ঢোকে সঙ্গে সঙ্গে রিস্ক ওয়ার্নিং তা জানান দেবে।
কনফিডেন্সিয়াল মোড:
কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করে মেইল পাঠালে আপনার মেইলটি অন্যদের থেকে সুরক্ষিত থাকবে। কনফিডেনসিয়াল মোডে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম অন করতে পারবেন। যার মানে হলো- এই ফিচার অন করলে আপনার ইমেইলটি পাঠানোর পর প্রাপকের ফোনে একটি ওটিপি কোড যাবে এসএমএসের মাধ্যমে। এবং প্রাপক শুধুমাত্র তার ওই ওটিপি কোড ব্যবহার করেই মেইলটি খুলতে পারবেন।
কপিরাইট ম্যানেজমেন্ট:
নতুন আরেকটি ফিচার হলো জিমেইল ইন্টিগ্রেটেড রাইট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনার মেইলটিকে অপর প্রান্তের ব্যক্তি কর্তৃক ফরোয়ার্ড, ডাউনলোড কিংবা প্রিন্ট করা থেকে বিরত রাখবে। যদিও এসব সিস্টেম বাইপাস করা যায় সহজেই, তবুও গুগল মনে করছে এই ফিচারটি আপনার প্রাইভেসি রক্ষায় কিছুটা হলেও কাজে লাগবে।
অফলাইন মোড:
গ্রাহকদের অনুরোধের পর গুগল এবার ফুল ফিচারড অফলাইন মোড এনেছে জিমেইলে। এখন ব্যবহারকারীরা তাদের জিমেইল মোবাইল অ্যাপে অফলাইনে কাজ করার সময় অনলাইনের প্রায় সব ফিচারই পাবেন।
No comments