৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ বুধবার (৯ মে) উপজেলার ফতেপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হবে বলে জানা গেছে। পারিবারিক কবরস্থানে শায়িত ড. এমএ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কবরে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে। এরপর ফতেপুরে ‘জয় সদন’ চত্বরে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হবে। পাশাপাশি বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন’ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ড. এমএ ওয়াজেদ মিয়াকে মরনোত্তর সম্মাননা পদক এবং ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবনীর উপর ৩টি গ্র“পে ‘রচনা প্রতিযোগিতায়’ অংশ নেয়া বিজয়ী ও গুনীজনদেরকে পদক প্রদান করা হবে। উল্লেখ্য, ২০০৯ সালের ৯ মে ড. এমএ ওয়াজেদ মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের পর উপজেলার ফতেপুরে মিয়াবাড়ীর পারিবারিক কবরস্থানে তার বাবা আব্দুল কাদের মিয়া ও মাতা ময়জাননেছার পাশে তাকে সমাহিত করা হয়। ৪ ভাই, ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী!
Reviewed by Razu Mondal
on
May 08, 2018
Rating: 5
No comments