Breaking News

“মেসি বিশ্বের সেরা খেলোয়াড়”

থিয়াগো_সিলভা :-“মেসি বিশ্বের সেরা প্লেয়ার” । 
রোনালদো :-“মেসি বিশ্বের সেরা খেলোয়াড়”। এতে কোনো সন্দেহ নেই। 
নেইমার:- “মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি বার্সেলোনায় সেরা হতে না বরং সেরা খেলোয়াড়টিকে সহযোগিতা করতে এসেছি” 
রোনাল্ডিনহো:- “মেসি বিশ্বসেরা , আমার কোন কিছুর আক্ষেপ নেই , কিন্তু একটা আক্ষেপ সব সময় থাকবে , আমি মেসির সাথে বেশিদিন খেলার সুযোগ পেলাম না , আমি তার সাথে আবার খেলতে চাই" 
হোসে_মরিনহো (চেলসি_কোচ):- মেসিই সর্বকালের সেরা। এটা প্রমাণের জন্যে তাকে কোনো ট্রপি জিতার দরকার নেয়। কারণ সেটা সে করে দেখিয়েছে। 
ইব্রাহমভিচ:- মেসি দুনিয়ার সেরা খেলোয়াড় এ নিয়ে কোন সন্দেহ নেই। 
এডিন_হ্যাজারড:- মেসি এখনকার সেরা প্লেয়ার ?? সে মনে হয় সর্বকালের সেরা খেলোয়াড়। 
রিকার্ডো_কাকা (ব্রাজিল):- "মেসি এবং আমি খুব ভালো বন্ধু। সে শুধু সেরা ফুটবলারই নয়, সে একজন ভালো মানুষ। মেসির জন্য আমার শুভ কামনা আর ভালোবাসা আজীবন থাকবে।" 
পেলে (ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি):- "আমি জানিনা আমি সেরা নাকি ম্যারাডোনা সেরা। কিন্তু মেসি নিঃসন্দেহে আমাদের দুইজনের থেকেই সেরা।" 
ডেবিড_বেকাম (ইংল্যান্ড ফুটবল কিংবদন্তি) :"মেসি হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার। আর দ্বিতীয় সেরা ? সে তো ইঞ্জুরী আক্রান্ত মেসি। 
বাস্তিয়ান_শোয়েইন্সটেইগার (জার্মানি) "যেসব মানুষ ফুটবলকে ভালবাসে,তারা জানে মেসিই সেরা।" ম্যানুয়েল_ন্যুয়ার (এফসি বায়ার্ন মিউনিখ ও জার্মানী): আমি পেলে-ম্যারাডোনার সামনে গোলবারে দাঁড়াতে পারবো কোনরকম ভয় ছাড়াই কিন্তু লিওনেল মেসির ব্যাপারটা আলাদা। একথা অনস্বীকার্য যে মেসিই সর্বকালের সেরা। 

দানি_আলভেজ(ব্রাজিল) : "লিওনেল মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়! আমি তার মত আর কাউকে দেখিনি! "মেসি হলো প্রভাবশালী! সে খেলে, গোল দেয় ও তার দেয়া পাসগুলো চমৎকার! মেসি হলো একটা ঐশ্বরিক উপহার! 

থিয়াগো_সিলভা (ব্রাজিল) : আর্জেন্টিনার মেসিই বিশ্বের সেরা খেলোয়াড় এটা না মানার কোন কারন দেখি না। নিঃসন্দেহে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়।।।।।। 
এই রকম হাজারো খেলোয়াড় দেখবেন ইতিহাসে যাদের বিশ্বকাপ অধরা থেকে গেলো। কিন্তু ভালবাসা ,সম্মান একই রকম আছে। মেসি নিজেকে সেরা কখনো দাবি করেনি। ফুটবল বিশ্ব মেসিকে সেরা দাবি করেছে। কারন সে সেরাটা করে দেখিয়েছে। খেলাটা মন থেকে আবেগ বা ভালবাসা দিয়ে উপভোগ করুন।

No comments