Breaking News

ফোনে অবাঞ্চিত কল ব্লক করবেন যেভাবে

ফোনে প্রায়ই অবাঞ্চিত কল আসে। যেগুলো আমরা রিসিভ করতে চাই না। কিংবা কিছু কিছু নম্বর থেকে আমাদের বিরক্ত করা হয়। এবার এই নম্বরগুলো থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তবে নিজের ফোন থেকে ব্লক করে দিতে পারবেন যেকোন অবাঞ্ছিত নম্বর। এরপরে সেই নম্বর থেকে আপনার ফোনে আর কোন ফোন আসবে না। এছাড়াও আপনি যোগ দিতে পারেন অপারেটারের ডু নট ডিস্টার্ব প্রোগ্রামে। এর ফলে আপনার নম্বরে আসবে না কোন প্রোমোশানাল কল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে ব্লক করবেন এই নম্বরগুলি
অ্যানড্রয়েড ফোনে কল ব্লকিং
অ্যানড্রয়েড ফোনে কল ব্লকিং জন্য অপারেটিং সিস্টেমে ইন বিল্ট ফিচার। এর জন্য নিচের স্টেপগুলি ফলো করুন।
স্টেপ ১। ফোনে যান
স্টেপ ২। ডান দিকের উপরে তিনটি ডটে ট্যাপ করুন।
স্টেপ ৩। সেটিংস সিলেক্ট করুন।
স্টেপ ৪। এরপরে কল ব্লকিং সিলেক্ট করুন।
স্টেপ ৫। এখানে অ্যাড এ নম্বর সিলেক্ট করে যে নম্বরটি ব্লক করতে চান সেই নম্বরটি দিয়ে সেভ করে দিন। একাধিক নম্বর অ্যাড করতে পারবেন এই ফিচারে।
এই সেটিংস লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১ এ পেয়ে যাবেন। তবে পুরোনো অ্যানড্রয়েড ভার্সানে এই অপশনগুলো একটু এদিক ওদিক হতে পারে।

No comments