Breaking News

পাপুয়া নিউগিনিতে বন্ধ হচ্ছে ফেসবুক

ফেসবুকে পর্নোগ্রাফি ছবি আর ভুয়ো খবরে জেরবার সরকার। তাই পাপুয়া নিউগিনিতে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক। এমনই জানিয়েছে সেই দেশের সরকার। প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেক দিন ধরেই চলছে এই সমস্যা। ভুয়া তথ্য দেওয়া খবরের দৌলতে অনেক সময়েই ছড়াচ্ছে অশান্তি। এমনকী অনেক সময়ে লুকিয়ে পর্নোগ্রাফি ছবিও পোস্ট করে দেওয়া হচ্ছে ফেসবুকে। তাই বাধ্য হয়ে ফেসবুক এক মাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বলা হয়েছে, এই সময়ের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারীদের প্রকৃতি বিচার করবে প্রশাসন। দেখা হবে, কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে। এমনকী দেখা হবে, দেশের সাধারণ মানুষ ফেসবুকে কী ধরনের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন, বা কী দেখতে চান। এসব বিচার করেই ভুয়া খবর আটকাতে আলাদা রাস্তা বের করবে প্রশাসন। আর তার পরেই ফের চালু করা হবে ফেসবুক। এমনিতেই এই বছর আমেরিকায় ভুয়া খবর ও তথ্য ফাঁস নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মালিক মার্ক জুকারবার্গ। সেখানেই ভুয়া খবর নিয়ে আরো কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
এখন দেখার, এই দেশের প্রশাসন তদন্তে কোন তথ্য তুলে ধরতে পারে।

No comments