Breaking News

ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরির সুযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুটি পদে ৯০ জনের কাজের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ দুটি পদে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং দৈনিক মজুরি ভিত্তিতে হবে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং আগ্রহী হলে আবেদন করতে পারেন আপনিও। প্রতিষ্ঠানটি অদক্ষ শ্রমিক (মশক কর্মী) পদে ৫৪ জনকে নিয়োগ দেবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে। এ পদে শুধু পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
অদক্ষ শ্রমিক পদে ৩৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে। চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদনপত্র ‘সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্লট : ২৩-২৬, রোড : ৪৬, গুলশান-২, ঢাকা-১২১২’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র যে খামে পাঠানো হবে, তার উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। আবেদনের সময়সীমা ১০ জুন, ২০১৮।

No comments