নারীর নিরাপত্তা দেবে ‘পিংম্যাপ অ্যাপ’
বর্তমানে নারীরা পথে-ঘাটে চলতে বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছেন। এতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত কাছের মানুষকে তা জানাতে তৈরি করা হয়েছে পিংম্যাপ নামে একটি অ্যাপ।
নারীদের বিশেষ নিরাপত্তার প্রয়োজনে এই অ্যাপটি তৈরি করেছে দেশীয় সফটওয়্যার ও গেম নির্মাতা প্রতিষ্ঠান আগামীল্যাবস।
একনজরে অ্যাপটির ফিচারসমূহ : অ্যাপটি ফোনে ইন্সটল করার পরে জরুরি প্রয়োজনে পাওয়ার বাটনটি ৩/৪ বার প্রেস করলে ফোনটি ভাইব্রেট হবে এবং একই সঙ্গে ৩ জনের মোবাইলে এসএমএস পৌঁছে যাবে।
কাদের ফোনে এসএমএস পাঠাবেন তা আগে থেকেই নির্ধারণ করা যাবে। ইন্টারনেট না থাকলেও অফলাইনে কাজ করবে অ্যাপটি। এমনকি পিংম্যাপ অ্যাপটি অন্য ব্যবহারকারীর ফোনে ইন্সটল করা না থাকলেও তাদের ফোনে এসএমএস পৌঁছে যাবে। ফলে কোনো হামলাকারীর দ্বারা আক্রান্ত হলে মোবাইল বের না করেই পাওয়ার বাটন চেপে কয়েক সেকেন্ডের মধ্যেই সাহায্য চাওয়া যাবে।
এছাড়াও অ্যাপটির মাধ্যমে রক্ত দান করা, রক্ত যোগার করা এবং দূরত্ব অনুযায়ী নিকটতম ডোনারকে খুঁজে পাওয়া যাবে। রোগী অনেক দূরে অবস্থান করলেও ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে রোগীর অবস্থান উল্লেখ্য করে পোস্ট দেওয়া যাবে। অ্যাপটিতে গ্রুপ তৈরি করে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় সংযোগ থাকা যাবে।
অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এই লিন্কে : পিংম্যাপ
No comments