Breaking News

শুভ নববর্ষ ১৪২৫ – পহেলা বৈশাখ

একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর
বুকে দিচ্ছে সাতার। কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে
সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৫ এর পদার্পনে
এসো শানিত হই নবপ্রাণে!
পান্তা ইলিশ আর ভরতা ভাজি বাঙ্গালীর প্রাণ… নতুন
বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ
এসো এসো… ^~^~শুভ নববর্ষ ১৪২৫~^~^
নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন
উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ,
আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে
নববর্ষের শুভেচছা।
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি
ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত বন্ধু হও
শত্রু হও যেখানে যে রত ক্ষমা করো আজিকের মত
পুরাতন বর্ষ সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ
এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা ঈসান কোনে
মেঘের বার্তা, শুভ নববর্ষ
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরোনের হয়েছে মরন, নতুন করে কর বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে ।
সূর্যটা হাসে, তোমায় ভালবাসে ।
তাই তোমাকে আমি জানাই,
নতুন বছরের শুভেচছা, শুভ নববর্ষ !!
উদীত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো ।
মেটাবে মন আনন্দ ধারায়
সবাই হবে বাঁধন হারা ।
দিনটি হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝড়ে ।
****শুভ নববর্ষ****
দিনগুলি যেমনই হোক, ঠিকই যায়
কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি
ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল
আশা। নববর্ষের এটাই আমার
প্রত্যাশা।
শুভ নববর্ষ-১৪২৫
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা
দুটি মেলে, দিনগুলি তোর যাকনা
কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না
থাকে যেন তোর কোন সখ, এই
কামনার সাথে জানাই “শুভ পহেলা
বৈশাখ”।
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের
সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি
দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের
সব গভীরতা দিয়ে তোমাকে
জানাই…শুভ নববর্ষ!!
তোমার জন্য সকাল দুপুর, তোমার
জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ,
সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর,
তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক
অনাবিল আনন্দ… “শুভ নববর্ষ”
নতুন আশা নতুন প্রান______♥
নতুন হাসি নতুন গান_______♥
নতুন সকাল নতুন আলো___♥
নতুন দিন হোক ভালো______♥
দুঃখকে ভুলে যাই___________♥
নতুনকে স্বাগত জানাই______♥
________শুভ নববর্ষ_________

No comments