স্মার্টফোনে লাগান এসএলআর-এর লেন্স
ফটোগ্রাফি প্রেমিদের জন্য সখবর নিয়ে এসেছে চিনের শেনজান প্রদেশের
সিনেমাটিকস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড।তারাই তৈরি করেছে এমন এক
মাউন্ট।যা দিয়ে যে কোনো স্মার্টফোনে লাগানো যাবে জনপ্রিয় সংস্থাগুলির যে
কোনও লেন্স।সম্প্রতি লাস ভেগাসে এর প্রদর্শনীতে এই মাউন্টের কেরামতিও দেখিয়েছে সিনেমাটিকস ইন্টারন্যাশনাল।
নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ক্যানন ইএফ, নিকন এফ ও সোনি ই লেন্স ব্যবহার করা যাবে এই মাউন্ট ব্যবহার করে।
আন্তর্জাতিক ছায়াছবি নির্মাতাদের মতে, দিন দিন স্মার্টফোন ব্যবহার করে পেশাদারি ছবি তোলার প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে এই প্রযুক্তি। তবে এই মাউন্টের দাম কত হতে পারে সে ব্যাপারে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ক্যানন ইএফ, নিকন এফ ও সোনি ই লেন্স ব্যবহার করা যাবে এই মাউন্ট ব্যবহার করে।
আন্তর্জাতিক ছায়াছবি নির্মাতাদের মতে, দিন দিন স্মার্টফোন ব্যবহার করে পেশাদারি ছবি তোলার প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে এই প্রযুক্তি। তবে এই মাউন্টের দাম কত হতে পারে সে ব্যাপারে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
No comments