Breaking News

বিরক্তিকর সব কল বা এসএমএস থেকে বাঁচুন

দেশের প্রায় সব ফোন অপারেটরের প্রতিই বিরক্ত গ্রহকরা। প্রায় দিন-রাত সব সময় তাদের অফারের কথা জানিয়ে এসএমএস করে। যা অনেকেই পছন্দ করেন না।  এর থেকে খুব সহজেই একটি অ্যাপ ডাউনলোড করে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যাপটির নাম ‘কল ব্লাক লিস্ট’ (call black list)। এই অ্যাপটি খুব জনপ্রিয়। এটি ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ। যেটি ডাউনলোড হয়েছে ১০ মিলিয়নেরও বেশি।
প্রথমে যেটি করতে হবে। গুগল প্লে স্টোর থেকে ‘কল ব্লাক লিস্ট’ (call black list) এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরে বিরক্তির কল বা এসএমএস গুলো সিরিয়াল অনুযায়ি ব্লক করে দিলেই হবে। এছাড়াও যে যে কোম্পানি বা ব্যক্তির কল বা এসএমএস বিরক্ত করে সেগুলো সিলেক্ট করে আপ করে দিন।মোবাইল অ

No comments