শিক্ষা বিষয়ক ১১টি সাইট শিক্ষার্থীদের সাহায্য করবে
শিক্ষা বিষয়ক ১১টি সাইট সম্পর্কে জেনে রাখা প্রত্যেকের চাইতে শিক্ষার্থীদের একান্ত প্রয়োজন। আমাদের ছেলে-মেয়েরা বিজ্ঞান শিক্ষায় ক্রমাগত পিছিয়ে পড়ছে। দেশের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জটিল বিষয়গুলো সহজে বুঝিয়ে দিতে নতুন বছরের শুরুতেই ডিজিটাল সেবা চালু করেছে সরকার। পাঠ্যবইয়ের ই-সংস্করন ও টিউটোরিয়ালের পাশাপাশি ই-লার্নিং উপযোগি পাঠ্য উপকরনও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিনিয়ত ডিজিটাল প্রযুক্তির নতুন নতুন সংযোজন নি:সন্দেহে শিক্ষাক্ষেত্রে এক আমুল পরিবর্তন এনেছে। বর্তমানে একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও অনলাইনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করতে পারেন। পাশাপাশি অনলাইন লাইব্রেরী থেকে সর্বাধুনিক শিক্ষা উপকরনও নিতে পারেন। শুধু তথ্য্ই নয়, এখানে পাওয়া যায় শিক্ষা ক্ষেত্রে ভর্তি বানিজ্য প্রাসঙ্গিক আলোচনায় প্রয়োজনীয় নানা বিষয় সংবলিত বিভিন্ন জ্ঞানভান্ডার। শিক্ষা বিষয়ক ১১টি সাইট ইতিমধ্যে সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও রয়েছে শিক্ষা বিষয়ক বেশ জনপ্রিয় কিছুওয়েবসাইট, যেখানে শিক্ষার্থীরা পেতে পারেন নানা তথ্য-উপাত্ত। এসব ওয়েব সাইটে ইংরেজি থেকে শুরু করে বিজ্ঞান, গণিতসহ নানা বিষয় শেখার দারুন সুযোগ রয়েছে । সুতরাং দেরী না করে আসুন জানি শিক্ষা বিষয়ক ১১টি সাইট সম্পর্কে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (এক) বিবিসি জানালা : www.bbcjanala.com
বর্তমান সময় ইংরেজিতে দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নাই। ইংরেজিতে দক্ষতা বাড়াতে বাংলাদেশে কাজ করছে বিবিসি জানালা ওয়েবসাইট। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নসংস্থার একটি প্রকল্প এটি। ইংলিশ ইন এ্যাকশনের সহায়তায় বিবিসি মিডিয়া অ্যাকশন বিবিসি জানালা কার্যক্রমটি পরিচালনা করছে। এ সাইটে ইংরেজি শেখার জন্য রয়েছে দারুন সব কোর্স। ইন্টারনেটে বিনা মুল্যে শুধুমাত্র নিবন্ধন করে যে কেউ চাইলেই এইকোর্স গুলোতে অংশ নিতে পারবেন। শুধু তাইনয়, কোর্স শেষে পাওয়া যাবে আলাদা রিপোর্ট। নিয়মিত ইংরেজি চর্চার জন্য বিভিন্ন মজার গেমসের পাশাপাশি অনুশীলনের সুযোগ রয়েছে এবং সাথে ডাউনলোডও করা যাবে বিভিন্ন তথ্য।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (দুই) খানএকাডেমী: www.khanacademy.org
এ সাইটটির প্রতিষ্ঠাতা সালমান খান। তিনি ৩ হাজার ৪০০টি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। এখানে রয়েছে গণিত, ইতিহাস,স্বাস্থ্যসেবা,পদার্থবিজ্ঞান,রসায়ন,জীববিজ্ঞান.অর্থনীতি. মহাকাশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ের ব্যাখ্যা। এছাড়াও এখান থেকে প্রয়োজনীয় ভিডিও গুলো ডাইনলোড করা যাবে সহজেই।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (তিন) পড়ালেখা: www.poralekha.com.bd/forum
শিক্ষা বিষয়ক নানা তথ্য নিয়ে রয়েছে পড়ালেখা ডট কম বিডি’ নামের একটি ফোরাম। এতে বিনামুল্যে নিবন্ধিত হয়ে একাডেমীর বিভিন্ন বিষয়ের পাশাপাশি জুনিয়র সেকেন্ডারী সার্টিফিকেট(জেএসসি), সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এসএসসি) হায়ার সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য নানা ধরনের তথ্য ও সাজেশন পাওয়া যাবে। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক আলোচন,বিদেশে পড়াশুনা ও বিভিন্ন ক্যাম্পাস বিষয়ক তথ্য পাওয়া যাবে এখানে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (চার) উইকিপিডিয়া: http://en.wikipedia.org
ইন্টারনেটের সবচেয়ে বড়ো বিশ্বকোষ হলো উইকিপিডিয়া। এটি সারা বিশ্বের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরী করেছেন এবং ক্রমাগত সমৃদ্ধ করে চলেছেন। প্রায় ২০০ –এর বেশি ভাষায় এটি চালু আছে। ইংরেজি ভাষার উইকিপিডিয়াতে ৪০ লক্ষেরও বেশি নিবন্ধ আছে। অনুসন্ধানের জন্য রয়েছে একটি সার্চ বক্স। বাংলা উইকিপিডিয়া এখনো ততটা সমৃদ্ধ নাহলেও এতে প্রায় ২৩ হাজারের বেশি নিবন্ধ রয়েছে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (পাঁচ) চ্যাম্পস ২১: www.champs21.com
অভিভাবকদের সবসময়ই একটি চিন্তা থাকে বিদ্যালয়ে বা বাসায় সন্তান কেমন পড়ালেখা করছে। এ কাজটিকে ইদানিং সহজ করেছে শিক্ষা ওয়েবসাইট। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে দেওয়া বাসার কাজ ওযেব সাইটে যেমন দিতে পারে, তেমনি এর ফল শিক্ষক, অভিভাবক সবাই পেতে পারেন।এমন সুবিধা রয়েছে চ্যাম্পস ২১ ডট কমে। বিজ্ঞান, গণিত আর ইংরেজি বিষয়ে নানা বিষয়ের সমাহার ঘটানো হয়েছে এ সাইটটিতে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, সে বিষয়ে গেমস খেলে নিজের দক্ষতা বাড়াতে পারবে একজন শিক্ষার্থী। বর্তমানে ২৬ হাজার নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার শিক্ষার্থী নিয়মিত এ সাইরে মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে নানা উপায় শিখছে এখানে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (ছয়) গণিত অলিম্পিয়াড ফোরাম: http://forum.matholympiad.org.bd
দেশে গণিত চর্চা আর গণিত ভীতি দুর করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি(বিডিএমও)। বিডিএমওর তত্ত্বাবধানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং প্রথম আলোর সহযোগিতায় সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবছর অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড। গণিতে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড কমিটি চালু করেছে বিশেষ ফোরাম। এটি মুলত: পরিচালনা করছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের গণিত শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের আগহ বেশ। এখানে গণিতের যে কোন সমস্যা নিয়ে আলোচনার ফলে দ্রুত সমাধানও বের হয়ে আসছে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (সাত) পদার্থ বিজ্ঞান ক্লাসরুম: http://www.physicclassroom.com
এ ওয়েব সাইটে বেশ কিছু তথ্যবহুল পেজ আছে। যা শিক্ষার্থীদেরকে খুব সহজে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স এর মতো জটিল বিষয়ও সহজে বুঝতে সাহায্য করে। এখানে সারা বিশ্বের অভিজ্ঞ শিক্ষকদের প্রনীত কিছু প্রশ্ন আছে। যা দেখে শিক্ষার্থীরা নিজেদেরকে যাচাই করতে পারবে। আরো রয়েছে ক্যালকুলেটর প্যাড নামে একটি শাখা, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদেরকে যাচাই করতে পারবে। এ সাইটের ফটো গ্যালারি থেকে শিক্ষার্থীরা ফিজিক্স এর বিভিন্ন চিত্র আঁকা সহজেই শিখতে পারবে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (আট) বিজ্ঞানী: www.biggani.org
বিজ্ঞানের নানা বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে এ ওয়েব সাইটে। দেশীয় ও প্রবাসী বাঙ্গালী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের অংশগ্রহনে সাইটটিতে রয়েছে পদার্থবিদ্যা, গণিত,রসায়নবিদ্যা,চিকিৎসাবিদ্যা, ন্যানো প্রযুক্তি, কৃষি, বায়ো টেকনোলজি,ছোটদের জন্য বিজ্ঞান,সায়েন্স ফিকশন ইত্যাদি বিভাগে নানা ধরনের তথ্যাবলী। এ সাইটটিতে রয়েছে বিজ্ঞানের পাশাপাশি তথ্য প্রযুক্তির নানা খবর। সাইটটির সদস্য হয়ে যে কেউ নিজের লেখাও জমা দিতে পারবে। এ ছাড়া বিজ্ঞান আর গণিত বিষয়ে নানা ধরনের শিক্ষামুলক গেমসও পাওয়া যাবে এ সাইটে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (নয়) পিবিএসচেইন: http://www.pbschain.com
এখানে বাংলাদেশের সর্ববৃহৎ বুক শপ পিবিসি এর বইগুলো পাওয়া যায়। এ সাইটে বই অর্ডার ও ডাউন লোড করা যায়। আছে শিক্ষামুলক নাটক ও কার্টুন। রয়েছে সৃজনশীল গেমস, যা একদিকে যেমন বিনোদন দিবে তেমনি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। ওয়েব সাইটে এসএসসি ও এইচএসসি প্রভৃতি পাবলিক পরীক্ষার জন্য উন্নত মানের টেস্ট পেপার ও গাইড পাওয়া যায়। আরো আছে ম্যাজিক কিউব, ডোরেমন ঘরি ইত্যাদি আকর্ষনীয় উপহার কেনার ব্যবস্থা।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (দশ) গণিতপাঠশালা: www.gonitpathshala.org
গণিত ভীতি দুর করা এবং সবার কাছে গণিতকে সহজ ভাবে তুলে ধরতে গণিতের মজার বিষয় গুলো সুন্দর ভাবে উপস্থাপন করা এবং সবাইকে গণিতে আগ্রহী করে তোলার উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে এ সাইটটি। এতে রয়েছে বিভিন্ন গণিত বিদদের জীবনী, গণিতের টিউটোরিয়াল, গণিতের ইতিহাস, কৃতিত্বে গণিত, গণিতের জাদু, মজার সমস্যা, সংখ্যার কারুকাজ, অবাক গণিত, গণিত সংবাদ, থিওরেম পরিচিতিসহ নানা বিষয়। গণিতে আগ্রহী ব্যক্তিগন গণিত বিষয়ক নানা ধরনেরতথ্য সংগ্রহ করতে পারবে এ সাইট থেকে।
শিক্ষা বিষয়ক ১১টি সাইট (এগার) বিডিওয়ার্ড ডট কম: www.bdword.com
পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের ইংরেজি শব্দের অর্থজানার ক্ষেত্রে সবার প্রয়োজন হয় বাংলা অভিধানের। এখন পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি শব্দের অর্থ খোজার কাজটি সহজ করে দিয়েছে বিডিওয়ার্ড ডট কম। সাইটটিতে যেকোন ইংরেজি শব্দের অর্থ খুঁজে পাওয়া যায় সহজেই। শুধু অর্থ জানাই নয়, রয়েছে সঠিক বানান খোজার সুবিধা। নিদ্দিষ্ট শব্দের পাশাপাশি পূর্নাঙ্গ বাক্যের অর্থ জানার ক্ষেত্রেও সুবিধা রয়েছে সাইটটিতে। এছাড়া এ ওয়েব সাইটে পাওয়া যাবে প্রতিটি শব্দের অর্থের পাশাপাশি বিপরীতার্থক শব্দ এবং প্রতিশব্দও।
শিক্ষা বিষয়ক সেরা ১১টি সাইট ছাড়াও আপনার জানা কোন সাইট সম্পর্কে আপনার জানা থাকলে কমেন্টে লিখুন।
ইন্টারনেট থেকে সংগৃহীত
ইন্টারনেট থেকে সংগৃহীত
No comments