Breaking News

কম্পিউটারকে সুরক্ষিত রাখার পাঁচটি কৌশল

দৈনন্দিন জীবনের অনেক কাজ খুব সহজ করেছে কম্পিউটার। কিন্তু অনেকেই পিসি ব্যবহার করেন ঠিকই জানেন না কিভাবে এই কম্পিউটারটিকে সচল ও ভাইরাস মুক্ত রাখা যায়। কিছু নিয়ম অনুসরণ করলে আপনার পিসিটি থাকবে সুরক্ষিত ও নিরাপদ।আজ ম্যাঙ্গোটিভির পাঠকদের জন্য তুলে ধরবো তেমন সহজ পাঁচটি টিপস:
প্রথমত আপনাকে আপনার কম্পিউটারের সফটওয়্যারগুলো সব সময় আপডেট রাখতে হবে। এতে করে কোনো ভাইরাস বা ম্যালওয়ার কম্পিউটারের সফটওয়্যারগুলো নষ্ট করতে পারবে না। ফলে আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে।
এরপরে যেটি করবেন, আপনার মেইলে আসা বা অপরিচিত লিঙ্ক-এ ক্লিক করবেন না। কারণ ওই সব লিঙ্ক হতে পারে নতুন কোনো ফাঁদ । ওই লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে।
সর্বপরি আপনার পিসিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। যেমন, এভিজি, ম্যাকাফি, নর্টন, মাইক্রোসফট ইত্যাদি ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। আর এ সমস্ত অ্যান্টিভাইরাস কোম্পানির ফ্রি ভার্সনও আছে চাইলেই ব্যবহার করে দেখতে পারেন। আননোন কোনো প্রটেকশন ব্যবহার না করাই উত্তম।
অবশ্যই আপনার কম্পিউটার কে পাসওয়ার্ড প্রটেক্ট করুন। এবং একটু বড় ও শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন কমন পাসওয়ার্ড দিবেন না।
সর্বপরি বেশিরভাগ পিসিতে বিল্ট-ইন ফায়ার ওয়াল থাকে। কিন্তু ভাইরাস থেকে আপনার কম্পিউটার দূরে রাখতে কিছু ফ্রী ফায়ার ওয়াল ব্যবহার করুন । যেমন ; কমোডো ফায়ার ওয়াল, এভিএস ফায়ার ওয়াল, নেট ডিফেন্ডার, টাইনি ওয়াল।

No comments