Breaking News

জীবনকে সহজ করবে যে পাঁচটি অ্যাপ

বর্তমান আধুনিক জীবনে অন্যতম অনুসঙ্গ স্মার্টফোন। এটি ছাড়াও জীবন অনেকটাই অচল বলা চলে। তবে স্মার্টফোনের প্রাণ হলো অ্যাপ। দরকারি কিছু অ্যাপ ছাড়া এটি দিয়ে কোনো কাজ করতে পারবে না। সাধারণ অ্যাপ ছাড়াও স্মার্টফোনের কিছু অ্যাপস থাকা জরুরি। যা জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে।
জেনে নিন তেমন পাঁচটি অ্যাপ সম্পর্কে:-
ক্রোক ক্যাচার: এই অ্যাপটি সর্বদা আপনার স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখবে। এটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করলে যা হবে। আপনার ফোনটির স্ক্রিন প্যাটার্ন কেউ ভুল করলে এই অ্যাপটি তাঁর ছবি তুলে সাথে সাথে আপনার ই-মেইল এ পাঠিয়ে দিবে।
শিজ্যাম (Shazam): এই অ্যাপটি খুব কাজের। কারণ আপনার হারানো দিনের গান গুলি অথবা গানটি গানটি শুনেছেন কিন্তু নাম মনে নেই বা খুঁজে পাচ্ছেন না তখন এই অ্যাপটি আপনাকে গানটি খুঁজে দিতে সাহায্য করবে। অ্যাপটি অন করে ওই গানের যে কোনো অংশ শুনিয়ে দিন দেখবেন একটু পরে পুরো গানের নামসহ খুঁজে দিয়েছে।
ক্যামফাইন্ড (Camfind): এই অ্যাপটি দিয়ে আপনি যে কোনো অবজেক্ট এর বিষয়ে পুরোপুরি জানতে পারবেন। এটি অন করার সাথে সাথে আপনার ফোনের ক্যামরা অন হবে এবং আপনি তখন যে অবজেক্ট- এর ছবি উঠাবেন সেটির ব্যাপারে আপনাকে ইনফরমেশন দিবে।
স্পেস আপ (Space Up):এটি দ্বারাআপনি বড় বড় মেমোরি ওয়ালা অ্যাপ খুব কম মেমোরি পরিবর্তন করতে পারবেন। এতে করে আপনার ফোনে অনেক মেমোরি বেঁচে যাবে ।
সক্রেটিস ( Socratic): এটি গ্রীক দার্শনিক সক্রেটিসের নামেই নামকরণ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এটি দ্বারা আপনি যে কোনো অংকের সমাধান করতে পারবেন। অ্যাপটি অন করে অংকের একটি ছবি স্ক্যান করুণ তারপর অ্যাপটি আপনাকে ফলাফল জানাবে।

No comments