Breaking News

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ সংশোধনের বিষয়ে সুপারিশ

 জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ সংশোধনের বিষয়ে অামার মতে সুপারিশ হওয়া উচিত:
১। ১০ বছর পর্যন্ত নিবন্ধন ইউপি সরাসরি করবে।
২। ১১ বছর হতে ২০ বছর পর্যন্ত ইউএনও মহোদয় এর সুপারিশক্রমে ইউপি করবে।
৩। ২১ বছর হতে ৩০ বছর পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় এর সুপারিশক্রমে ইউপি করবে।
৪।৩১ বছর হতে যেকোন বয়সের পর্যন্ত রেজিস্ট্রার জেনারেল মহোদয় এর সুপারিশক্রমে ইউপি করবে।
৫। ২ বছর পর্যন্ত নিবন্ধন করণ বিনামূল্যে। কিন্তু সনদ প্রদান ফি হবে ১০০/
৬। ২বছর হতে ৫ বছর পর্যন্ত নিবন্ধন করণ ফি ১০০/
৭। ৬বছর হতে ২০ বছর পর্যন্ত নিবন্ধন করণ ফি ২০০/
৮। ২১বছর হতে ৫০বছর পর্যন্ত নিবন্ধন করণ ফি ৪০০/

৯। ৫১বছর হতে উপরের দিকে যেকোন বয়স পর্যন্ত নিবন্ধন করণ ফি ৬০০/
১০।০১ দিন হতে যেকোন বয়সের নিবন্ধনের পর মূল সনদ প্রদান ফি ১০০/
১১। যেকোন ডুপ্লিকেট কপি ও সংশোধিত কপির ফি ১০০/
১২।যেকোন প্রকার সংশোধন এর অাবেদন ফি ২০০/
(ঘনঘন সংশোধন করা রোধে পরবর্তীতে এ ফি বহুগুণ বৃদ্ধি করা উচিত।)এতে নিবন্ধন করার সময়েই সকলে সচেতন হবে অনেক হয়রাণী ও বার বার সংশোধনের বিড়ম্বনা দূর হবে।
১৩।৩০ বছর পর্যন্ত সংশোধন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ৩১ বছর হতে ৬০ বছর পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় পর্যন্ত ৬১ বছর বয়স হতে উপরের দিকে যেকোন বয়স পর্যন্ত সংশোধনের জন্য রেজিস্ট্রার জেনারেল মহোদয় এর নিকট রাখা।
১৪।পাসওয়ার্ড ইউপি সচিব ছাড়া অন্য কাউকে দেয়া যাবেনা। অন্য কেউ ব্যবহার করা অপরাধ হিসেবে গণ্য হবে এ ধারা যুক্ত করা দরকার।
১৫।সহকারী নিবন্ধক পদ সৃষ্টি করে তাতে ইউপি সচিবকে দায়িত্ব প্রদান করা।
১৬।নিবন্ধন করার সময় ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে পারলে, দ্বিতীয়বার করার সুযোগ থাকবে না।
১৭।ইন্টারনেট বিল,প্রিন্টিং সরন্জাম,রশিদ বই ও অন্যান্য খরচের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৫০০০/ এ খাত হতে ব্যয় করার সুযোগ রাখা দরকার।এর অতিরিক্ত ব্যয় হলে রেজিস্ট্রার জেনারেল মহোদয় এর নিকট চাহিদা প্রেরণ করবেন
১৮।জন্ম ও মৃত্যু নিবন্ধন হিসাবে অাবেদনকারী নিজে ফি জমা দিয়ে তার ভাউচার অাবেদনের সাথে জমা প্রদান করবেন।প্রতি মাসে দায়িত্ব প্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা/নিবন্ধক/সরকারী পরিদর্শক গণ/ কতটি নিবন্ধন?কতটি সংশোধন?কতটি নকল কপি প্রদান করেছেন?সরকার নির্ধারিত ফিস কত টাকা এসেছে? ব্যাংকে কত টাকা জমা প্রদান করা হয়েছে?তার তথ্য রেজিস্ট্রার জেনারেল মহোদয় এর নিকট প্রেরণ করবেন।
হতে পারে।সকলে মতামত দিন।
লিখেছেন: Mizanur Rahman Ups

No comments