Breaking News

জাতীয় পরিচয় পত্রের ত্রুটি ও জন্ম নিবন্ধনের ত্রুটি থাকলে তাহা সংশোধন


https://epachgachi.blogspot.com/
বর্তমানে জাতীয় পরিচয় পত্রের ত্রুটি ও জন্ম নিবন্ধনের ত্রুটি থাকলে তাহা সংশোধন করা জটিল বেপার হয়ে দাড়িয়েছে। যদিও সরকারি বিধান আছে সংশোধন করার কিন্তু নানা কাগজপত্র দেখিয়েও কোন কাজ হচ্ছেনা। যাহারা এমন সমস্যার মুখমুখি হয়েছেন তাহারা নিজেরাই ভাবছেন যে, তাহারা বাংলাদেশি নগরিক নয়। যদি নাগরিক হইত তাহলে অবশ্যই তাহাদের জাতীয় পরিচয় পত্রের ত্রুটি ও জন্ম নিবন্ধনের ত্রুটি সংশোধন করা নিয়ে জটিলতার মুখে পরতে হইতনা।
আমার জানামতে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রস্তুতকারী ব্যক্তিকর্তৃক এমন ভুলের সৃষ্টি। আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে সাধারন জনগনকে। আর এমন সমস্যার কারনে নতুন নিয়োগে যোগদান করতে পারছেন না অনেক ছাত্র।

আমি অনুরোধ করি জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র সংশোধনকারী কর্তৃকপক্ষকে যে, আপনারা অফিসারের ভাব দেখিয়ে কথা না বলে ভালভাবে কথা বলার জন্য। কারন নিরিহ মানুষগুলোর সাথে এমন ভাবে কথা বললে তাহারা খুবি ভয় পায়।
তারপর আমি বিনীত ভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী সরকারকে তাঁর বাংলাদেশি নাগরিকদের এমন সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য।
লিখেছেন: 
Md Milon Miah (DB Rangpur)

No comments