Breaking News

পীরগঞ্জে ধ্বসে পড়া সেতু ২ বছরেও নির্মাণ হয়নি: জনদুর্ভোগ চরমে


রংপু‌রের পীরগঞ্জ উপজেলার শা‌নেরহাট-পাঁচগাছী ইউনিয়নের বড়পাহাড়পুর-সাহাপুরে গ্রা‌মে ন‌লেয়া নদীর ওপর নির্মিত দর‌বেশর ব্রীজ সেতুটি প্রায় দুই বছর আগে প্রবল স্রো‌তের কার‌ণে ধ্বসে পড়লেও এখনও তা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ চো‌খে প‌ড়ে‌নি। এতে পাঁচগাছী ইউপির বি‌ভিন্ন গ্রা‌মের প্রায় ১০ হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুফল মেলেনি। ২০২৩ সালের বন্যায় নদীর পা‌নির প্রবল স্রোতে সেতুটি ধ্বসে পড়ে। এরপর থেকেই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে রোগীবহনকারী অ্যাম্বুলেন্স বা কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ আছে এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম বিপাকে পড়ছেন।  বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ আরও চরমে পৌঁছায়। "সেতুটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।"

স্থানীয় বাসিন্দারা জানা, "আমরা গত দুই বছর ধরে অবর্ণনীয় কষ্ট ভোগ করছি। বিশেষ করে বর্ষার সময় নদী পার হওয়া খুবই বিপজ্জনক হয়ে ওঠে। ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না ভয়ে। দ্রুত এই সেতুটি মেরামত বা নতুন করে নির্মাণ করা হোক, এটাই আমাদের দাবি।

No comments