আইসিটিতে বিশ্বের 'অস্কার' খ্যাত 'এপিকটা অ্যাওয়ার্ড' পেল একশপ
মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি'র সহযোগিতায় পরিচালিত - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এর একশপ আইসিটিতে বিশ্বের 'অস্কার' খ্যাত গৌরবময় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস ২০১৯ (এপিকটা অ্যাওয়ার্ড ) এ Market place & retail category তে চ্যাম্পিয়ন হয়েছে।
ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত এপিকটা অ্যাওয়ার্ড ২০১৯ গ্রহণ করেন জনাব রেজওয়ানুল হক জামি, হেড অব কমার্শিয়ালাইজেশন, আইল্যাব এবং টিম লিড, গ্রামীণ ই-কমার্স।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালসহ ১৭টি অর্থনীতি অঞ্চলের সদস্য নিয়ে এপিকটা গঠিত। প্রতি বছর বিভিন্ন দেশ হতে ৩০০ শতাধিক বাছাইকৃত প্রকল্প বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহন করে।
Post Comment
No comments