২০১৯-২০২০ শিক্ষা বর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি
আবেদনের_যোগ্যতাঃ HSC: 2018, 2019 পাশ
SSC: 2016, 2017 পাশ
B.Sc: H.S.C+ SSC= 7.00
Diploma: H.S.C+ SSC=6.00
B.Sc: H.S.C+ SSC= 7.00
Diploma: H.S.C+ SSC=6.00
অনলাইনে আবেদন শুরুঃ তারিখ ১৫ নভেম্বর ২০১৯ইং দুপুর ১২.০০ ঘটিকা হতে।
অনলাইনে আবেদন শেষঃ তারিখ ২৯ নভেম্বর ২০১৯ ইং নভেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত।
অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০১৯ ইং রাত ১১.৫৯ মি. পর্যন্ত।
ভর্তি_পরীক্ষাঃ ২০শে_ডিসেম্বর।
অনলাইনে আবেদন শেষঃ তারিখ ২৯ নভেম্বর ২০১৯ ইং নভেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত।
অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০১৯ ইং রাত ১১.৫৯ মি. পর্যন্ত।
ভর্তি_পরীক্ষাঃ ২০শে_ডিসেম্বর।
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন:
বিএসসি ইন নার্সিং:
বাংলা-২০
ইংরেজি-২০
সাধারন জ্ঞান-২০
গনিত-১০ এবং
বিজ্ঞান(পদার্থ, রসায়ন,জীববিজ্ঞান)-৩০। সর্ব মোট ১০০ নম্বরের MCQ প্রশ্নপত্রে পরীক্ষা হবে।
বাংলা-২০
ইংরেজি-২০
সাধারন জ্ঞান-২০
গনিত-১০ এবং
বিজ্ঞান(পদার্থ, রসায়ন,জীববিজ্ঞান)-৩০। সর্ব মোট ১০০ নম্বরের MCQ প্রশ্নপত্রে পরীক্ষা হবে।
ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:
বাংলা-২০
ইংরেজি-২০
সাধারন জ্ঞান-২৫
গনিত-১০ এবং
সাধারন বিজ্ঞান-২৫। সর্বমোট ১০০ নম্বরের MCQ প্রশ্নপত্রে পরীক্ষা হবে।
বাংলা-২০
ইংরেজি-২০
সাধারন জ্ঞান-২৫
গনিত-১০ এবং
সাধারন বিজ্ঞান-২৫। সর্বমোট ১০০ নম্বরের MCQ প্রশ্নপত্রে পরীক্ষা হবে।
পাস মার্ক ৪০৷ ৪০ এর কম পেলে কোনো বেসরকারিতেও পড়তে পারবেন না৷ এই ৪০ মার্ক ভর্তি পরীক্ষার ১০০ মার্কের মধ্যে পেতে হবে৷
পরীক্ষায় প্রাপ্ত মার্ক এবং জিপিএ মার্ক যোগ করে মেরিট লিস্ট/সিরিয়াল তৈরি করা হবে৷
No comments