জাতীয় আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি
দারিদ্র্য নিরসন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দেশের সকল জনগোষ্ঠীকে আর্থিক সেবাভুক্ত করতে এটুআই প্রোগাম জাতীয় আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি গ্রহণ করেছে, যা আগামী ২৩-৩০ সেপ্টেম্বর ২০১৯ সপ্তাহজুড়ে দেশের ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাদের মাধ্যমে ১০০০+ ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
মাঠ পর্যায়ে উক্ত কর্মসূচীটি আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার সকাল ১০.০০ থেকে ১২.০০ পর্যন্ত ‘Enhancing financial inclusion through financial literacy’ শীর্ষক একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উক্ত কর্মশালাটিতে আর্থিক সাক্ষরতা সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থা গুলোর আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগের একটি সংকলন "Up scaling Financial Inclusion Through Financial Literacy- a Collaboration of Initiatives in Bangladesh" ও উন্মোচন করা হয়েছে।
কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত সচিব জনাব অরিজিৎ চৌধুরী (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ), অতিরিক্ত সচিব, জনাব মোঃ রাশেদুল ইসলাম (আইসিটি বিভাগ) এবং নির্বাহী পরিচালক জনাব একেএম ফজলুর রহমান (এফআইডি, বাংলাদেশ ব্যাংক) উপস্থিত ছিলেন।
সপ্তাহজুড়ে জাতীয় আর্থিক স্বাক্ষরতা কর্মসূচিটি UNCDF- SHIFT in Bangladesh Program এবং Bank Asia এর সহযোগিতায় এটুআই প্রোগামের ডিএফএস ল্যাব সম্পাদনা করছে।
No comments