Breaking News

ইউনিয়ন ডিজিটালের সেন্টারের মাধ্যমে আরো চার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

জনগণের হাতের মুঠোয় সকল ধরণের আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ৩০ জুলাই ২০১৯ তারিখে এটুআই এর সাথে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সাথে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একপে’ এর মাধ্যমে পরিষেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য ধরণের ফি প্রদান করার সুযোগ তৈরি হবে।
এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ; ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন; প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম; মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আহসান-উজ-জামান এবং ইউসিবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

No comments