অনুষ্ঠিত হলো রংপুর বিভাগের চলচ্চিত্রকর্মীদের সম্মেলন।

গত ২৯ জুন রংপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগের চলচ্চিত্রকর্মীদের সম্মেলন ২০১৯। বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের আয়োজনে দিনব্যাপি এ সম্মেলনে রংপুর বিভাগের আট জেলার চলচ্চিত্রকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আতাউর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্মাতা অদ্রি হৃদয়েশ, নির্মাতা শামীম আকন্দ, নির্মাতা নোমান রবীন, কেন্দ্রীয় চলচ্চিত্র পর্ষদেন সদস্য সচিব নির্মাতা খন্দকার সুমন। সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক - গবেষক,লেখক নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
এরপর অংশগ্রহনকারিদের মধ্যে থেকে শুরু হয় মুক্ত আলোচনা। মুক্ত আলোচনার পর বক্তব্য রাখেন সম্মেলনের সমন্বয়কারি নির্মাতা সুপিন বর্মন। সভাপতি আতাউর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব।
এরপর দ্বিতীয় পর্বে অংশগ্রহনকারিদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বেলায়াত হোসেন মামুন। সম্মেলনের শেষে সকলের উপস্থিতিতে গঠিত হয় রংপুর বিভাগের চলচ্চিত্রকর্মীদেন নিয়ে আহ্বায়ক কমিটি।
কমিটিতে সকলের গণতান্ত্রিক নির্বাচনে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন নির্মাতা সুপিন বর্মন। যুগ্ম আহ্বায়ক হন সিজুল ইসলাম,সদস্য সচিব নির্বাচিত হন বাপ্পা রায়। সদস্য নির্বাচিত হন যথাক্রমে জি এম নজু, রবি চক্রবর্তী, আলাউদ্দিন সুমন,বিধান রায়, রবিউল রবি, রাজীব আহাম্মেদ।

No comments