Breaking News

অনলাইন মুক্তি পেলো 'চলো মেঘের বাড়ি যাই '

প্রেস বিজ্ঞপ্তি অনলাইন মুক্তি পেলো আল আমিন ইবনে কবির আপেলের 'চলো মেঘের বাড়ি যাই শিরোনামের প্রথম মৌলিক গান ।
গান পাগল তরুণ প্রতিভাধারি আপেল ছোট থেকেই শিল্পচর্চার এ মাধ্যমটিতে নিজেকে নিযুক্ত করেন যার স্বাক্ষর হিসেবে আমরা পরবর্তীতে তাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে পাই।
আপেল ২০১৭ সালে চ্যানেল আই সেরা কন্ঠে ফাইনালিস্ট ছিলেন। সরকারি আজিজুল হক কলেজ বগুড়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করা মেধাবী ছাত্র আপেল বর্তমানে একজন মেধাবী সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। সবধরনের যন্ত্র বাজাতে পারদর্শী আপেল নিজের ব্যান্ড দল পাগলা ডট কমে মেইন ভোকালের সাথে ব্যাজ গীটার বাজান।
গানের শুরুটা ফোক গান দিয়ে হলেও আপেল বর্তমানে সবধরণের গানেই পারদর্শী। আপেল শুধু ব্যান্ড দলেই কাজ করেননি তিনি দীর্ঘদিন বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারেরর সাথেও কাজ করেছেন।
তরুণ এ সঙ্গীত শিল্পী বলেন ভাল শিল্পী হওয়ার আগে ভাল মানুষ হতে হবে। ভাল মানুষ না হলে শিল্প আপনাকে কখনোই গ্রহন করবেনা।
মুক্তি পাওয়া চলো মেঘের বাড়ি যাই গানটি জ্যাজ ও ব্লুজ জোনারের। জোনার হলো মিউজিকের সর্বোচ্চ এবং সর্বশেষ পার্ট।
গানটিতে বাংলাদেশের অনেক বড় মাপের মিউজিশিয়ানরা বাজিয়েছেন। তিনি বলেন ' চলো মেঘের বাড়ি যাই' গানটি সঙ্গীত প্রিয় শ্রোতাদের মন ভরাবে। বিশেষ করে তরুণদের খুবই ভাল লাগবে। এরই মাঝে আপেল তৌফিক হাসান ময়নার মঞ্চনাটক থেকে নির্মিতব্য সুপিন বর্মনের চলচ্চিত্র "দ্রোহ" তে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
তিনি মরক্কোসহ বেশকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দারুণ সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম, পাবলিক স্ট্যাজ শোয়ের পাশাপাশি নিজের স্টুডিও ও অনলাইন চ্যানেলে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। চলো মেঘের বাড়ি যাই গানটি পাওয়া যাবে আপেলের নিজস্ব চ্যানেল 'ম্যাক আপেল'- এ। বার্তা প্রেরক সুপিন বর্মন ০১৭৩৭০৯৪৫১২

No comments