Breaking News

মঞ্চনাটক দ্রোহ থেকে চলচ্চিত্র নির্মাণ।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার ও নির্দেশক তৌফিক হাসান ময়না রচিত বগুড়া থিয়েটারের সফল মঞ্চনাটক দ্রোহ থেকে নির্মিত হতে যাচ্ছে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্রোহ'। ২৭ মার্চ সকাল ১১ টায় বগুড়া প্রেস ক্লাবে বগুড়া থিয়েটার ও পুন্ড্রনগর ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে নির্মিতব্য চলচ্চিত্র নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা সুপিন বর্মন।
সংবাদ সম্মেলনে নাট্যকার ও নাট্য নির্দেশক তৌফিক হাসান ময়না বলেন গল্পের প্রেক্ষাপট সমসাময়িক ও গল্পের ভিন্নতার কারনে নাটকটি আজ মঞ্চসফল। সে হিসেবে এইটি যদি চলচ্চিত্র হিসেবে নির্মিত হয় তবে তা আরও প্রানবন্ত হবে এবং সকল দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, সকলের কাছে খুব সহজে অসাম্প্রদায়িক চেতনার মানবিক মেসেজটি পৌছে যাবে যা বর্তমানে খুবই দরকার। আমরা চাই এই রকম গল্প নিয়ে চলচ্চিত্রের এ দুর্দিনে বেশি বেশি চলচ্চিত্র নির্মিত হোক এবং তরুণদের মধ্য থেকে ভাল নির্মাতা বেড়িয়ে আসুক, সেই লক্ষ্যে বগুড়া থেকেই সকলের সহযোগিতায় দ্রোহ চলচ্চিত্রটি নির্মিত হতে যাচ্ছে ।
তরুণ নির্মাতা সুপিন বর্মন বলেন, যেহেতু বগুড়া থিয়েটারের মঞ্চ থেকেই আমার বেড়ে ওঠা এবং দ্রোহ নাটকের শুরু থেকে একজন অভিনেতা হিসেবে সম্পৃক্ত কাজেই এই নাটকের গল্পের গভীরতা আমার ভাল করেই জানা, দীর্ঘ দিন থেকে নাটকটির সাথে থাকার কারনেই গল্পটিকে পর্দায় তুলে আনা অনেকটাই সহজ হবে আমার । আমার নাট্যগুরু তৌফিক হাসান, সাদেকুর রহমান সুজন যেভাবে সহযোগিতা করছেন আশাকরি আপনাদের একটু সহযোগিতা পেলেই দ্রোহ চলচ্চিত্র মঞ্চের মতই সফল হবে। আমরা চাই বগুড়াকে দেখে সারাদেশে তরুণদের উদ্যোগে এরকম চলচ্চিত্র বেশি বেশি নির্মিত হোক তাহলে চলচ্চিত্রের নতুন করে পথচলা শুরু হবে যা বর্তমানে খুবই জরুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দীকী, সাদেকুর রহমান সুজন, এ্যাড পলাশ খন্দকার, আতিকুর রহমান মিঠু,খলিলুর রহমান চৌধুরী,মির্জা আহসানুল হক দুলাল, ফেরদৌস ওয়াহিদ, রবিউল রাজু, আহসান হাবীবসহ আরও অনেকে।

No comments