Breaking News

মঞ্চনাটক থেকে নির্মিত হবে সুপিন বর্মনের পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র "দ্রোহ"।

বিশিষ্ট নাট্যজন তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় বগুড়া থিয়েটারের সফল মঞ্চনাটক দ্রোহ নিয়ে এইবার পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা সুপিন বর্মন। ইতোমধ্যে নাট্যকার ও নির্দেশক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না তাঁর মঞ্চনাটক থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুমতি প্রদান করেছেন। মঞ্চনাটকটটি ইতোমধ্যে ভারতের কলকাতায় তিনটি প্রদর্শনী হয়েছে এবং এখনো বাংলাদেশের বিভিন্ন উৎসবে নাটকটি মঞ্চস্থ হয়েছে। দর্শক নন্দিত নাটকটি মঞ্চ সফলতার পর তা চলচ্চিত্র রুপায়নের জন্য সকল রকম প্রস্তুতি শুরু হয়েছে। নির্মাতা সূত্রে জানা যায় দ্রোহ নাটকের গল্পের গাথুনি এতটাই চমৎকার এবং প্রাসঙ্গিক যে, চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তা বহি: বিশ্বে সকলের কাছে পৌছে দেয়া খুবই গুরুত্বপূর্ন। এছাড়াও এধরনের গল্পের চলচ্চিত্র বাংলাদেশে ইতোপূর্বে নির্মিত হয়নি। চলচ্চিত্রটি নির্মাণের মধ্যদিয়ে সুপিন বর্মন বড় পর্দার কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রথম পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষনা দিবেন নির্মাতা সুপিন বর্মন।

No comments