বাংলাদেশ আওয়ামী লীগ ও আমার কিছু ভাবনা।।
নৌকা ।। বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের প্রতিক।। অথচ সেই নৌকার বিরুদ্ধেই ডোট দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে উৎসাহিত করছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নীতি নির্ধারকরা ।।
একদিন বুঝবেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা ? আওয়ামী লীগের মানুষকে নৌকার বিরুদ্ধে বেঈমানী করা শিখাচ্ছেন ?? নৌকা প্রতিক দিয়ে আবার বলছেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসলেও তাকে স্বাগতম।। তাহলে নৌকা মার্কা দেওয়ার প্রয়োজন কি ছিলো ? এভাবে চলতে থাকলে একদিন মানুষ নৌকাকে আর আওয়ামী লীগের প্রতিক বলে মনে করবে না, আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দেওয়া ভুলে যাবে ।।
পারলে সংসদে আইন পাস করে পাল্টান সমস্ত স্থানীয় পরিষদ নির্বাচন পূর্বের মতোই দলীয় প্রতিকের বাহিরে উন্মুক্ত রাখুন।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ! আপনারা কি মনে করেন শুধু আপনারাই রাজনীতি বুঝেন ? এসি রুমে বসে পাগলের মতো কখন কোন সিদ্ধান্ত নিচ্ছেন তা নিজেরাও জানেন না ।। দায়িত্ব শীল নেতা হয়ে একটু পর পর কথা উল্টাপাল্টা করেন এই ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার যুগে, এটা কোন সুস্হ্য মানুষের কাজ না ।। শোনেন, আমরাও রাজনীতি বুঝি একে বারে বোকার জগতে বাস করিনা আপনাদের মতো টালমাটাল নেতাদের চেয়ে তৃনমূল পর্যায়ের নেতারা অনেক বেশী রাজনীতি বোঝেন ।।
বঙ্গবন্ধু বন্যা শেখ হাসিনা আপনাদের মাথার উপরে আছে বলে আজ আপনাদের শরীরে চর্বি চক চক করছে মুজিব কোর্ট আর সাদা পায়জামা পাঞ্জাবীর বাহার ছুটছে ।। এই ভাব খুব বেশী দিন থাকবে না ।। আর আওয়ামী লীগের তৃনমূল নেতা কর্মীদের মানুষ হিসাবে মনে করবেন তাদেরকে কুকুর শিয়াল ভাববেন না ।।
হে মমতাময়ী " মা"। মাননীয় প্রধানমন্রী দেশরত্ন জননেত্রী 💜শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি সকল স্থানীয় পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক বাতিল করে সবার জন্য উন্মুক্ত করে দিন। তা ছাড়া ত্যাগী নেতা কর্মীদের বুকে জমা খোবের বিস্ফোরণ ঘটলে পুড়ে ছার খার হয়ে যাবে।।
লেখক:-
🌷🌷 এ জেড এম সেকেন্দার আলী মন্ডল ।
সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
পীরগঞ্জ উপজেলা শাখা রংপূর।।💚💜
একদিন বুঝবেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা ? আওয়ামী লীগের মানুষকে নৌকার বিরুদ্ধে বেঈমানী করা শিখাচ্ছেন ?? নৌকা প্রতিক দিয়ে আবার বলছেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসলেও তাকে স্বাগতম।। তাহলে নৌকা মার্কা দেওয়ার প্রয়োজন কি ছিলো ? এভাবে চলতে থাকলে একদিন মানুষ নৌকাকে আর আওয়ামী লীগের প্রতিক বলে মনে করবে না, আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দেওয়া ভুলে যাবে ।।
পারলে সংসদে আইন পাস করে পাল্টান সমস্ত স্থানীয় পরিষদ নির্বাচন পূর্বের মতোই দলীয় প্রতিকের বাহিরে উন্মুক্ত রাখুন।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ! আপনারা কি মনে করেন শুধু আপনারাই রাজনীতি বুঝেন ? এসি রুমে বসে পাগলের মতো কখন কোন সিদ্ধান্ত নিচ্ছেন তা নিজেরাও জানেন না ।। দায়িত্ব শীল নেতা হয়ে একটু পর পর কথা উল্টাপাল্টা করেন এই ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার যুগে, এটা কোন সুস্হ্য মানুষের কাজ না ।। শোনেন, আমরাও রাজনীতি বুঝি একে বারে বোকার জগতে বাস করিনা আপনাদের মতো টালমাটাল নেতাদের চেয়ে তৃনমূল পর্যায়ের নেতারা অনেক বেশী রাজনীতি বোঝেন ।।
বঙ্গবন্ধু বন্যা শেখ হাসিনা আপনাদের মাথার উপরে আছে বলে আজ আপনাদের শরীরে চর্বি চক চক করছে মুজিব কোর্ট আর সাদা পায়জামা পাঞ্জাবীর বাহার ছুটছে ।। এই ভাব খুব বেশী দিন থাকবে না ।। আর আওয়ামী লীগের তৃনমূল নেতা কর্মীদের মানুষ হিসাবে মনে করবেন তাদেরকে কুকুর শিয়াল ভাববেন না ।।
হে মমতাময়ী " মা"। মাননীয় প্রধানমন্রী দেশরত্ন জননেত্রী 💜শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি সকল স্থানীয় পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক বাতিল করে সবার জন্য উন্মুক্ত করে দিন। তা ছাড়া ত্যাগী নেতা কর্মীদের বুকে জমা খোবের বিস্ফোরণ ঘটলে পুড়ে ছার খার হয়ে যাবে।।
লেখক:-
🌷🌷 এ জেড এম সেকেন্দার আলী মন্ডল ।
সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
পীরগঞ্জ উপজেলা শাখা রংপূর।।💚💜
No comments