মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৮
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিগত বছরগুলোর ন্যায় এবারও দেশব্যাপী “মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৮” এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় ২০১৮ সালে জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
বৃত্তির মেয়াদঃ ১ বছর (এককালীন প্রদেয়)
স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ
বৃত্তির শিক্ষাস্তর ও পরিমাণঃ
জেএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১০০০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ১২০০০ টাকা
এসএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১২৫০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ১৫০০০ টাকা
এইচএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১৭৫০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ২১০০০ টাকা
আবেদনের যোগ্যতা
আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৭০,০০০ (সত্তর হাজার) টাকার নিচে হতে হবে।
আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায়) ন্যূনতম সিজিপিএ ৪.৫ হতে হবে।
অন্য কোন বেসরকারি খাত থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গোপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে উল্লেখিত শর্তাবলি শিথিলযোগ্য। তবে তাদের প্রয়োজনীয় সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
বৃত্তির মেয়াদঃ ১ বছর (এককালীন প্রদেয়)
স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ
বৃত্তির শিক্ষাস্তর ও পরিমাণঃ
জেএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১০০০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ১২০০০ টাকা
এসএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১২৫০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ১৫০০০ টাকা
এইচএসসিঃ মাসিক বৃত্তির পরিমাণ ১৭৫০ টাকা, মোট ১০০০X১২ (মাস) = ২১০০০ টাকা
আবেদনের যোগ্যতা
আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৭০,০০০ (সত্তর হাজার) টাকার নিচে হতে হবে।
আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায়) ন্যূনতম সিজিপিএ ৪.৫ হতে হবে।
অন্য কোন বেসরকারি খাত থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গোপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে উল্লেখিত শর্তাবলি শিথিলযোগ্য। তবে তাদের প্রয়োজনীয় সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে ফর্মটি পূরণ করে আবেদনপত্রটি আগামী ৩১ জানুয়ারি ২০১৯ইং আরিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, সাস্টেইনবল ফাইনেন্স ইউনিট (৯ম তলা), ৬১ দিল্কুশা বা/এ, ঢাকা ১০০০ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০১৯
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন:
No comments