Breaking News

রংপুর বিভাগের ৮টি জেলার মহাজোটের চূড়ান্ত মনোয়নের তালিকা প্রকাশ

রংপুর বিভাগের ৮টি জেলার মহাজোটের চূড়ান্ত মনোয়নের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন,
পঞ্চগড়-১:মাজাহারুল হক প্রধান (আওয়ামী লীগ), পঞ্চগড়-২:অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (আওয়ামী লীগ), ঠাকুরগাঁও-১:রমেশ চন্দ্র সেন (আওয়ামী লীগ), ঠাকুরগাঁও-২:দবিরুল ইসলাম (আওয়ামী লীগ), ঠাকুরগাঁও-৩:ইয়াসিন আলী (ওয়ার্কার্স পার্টি), দিনাজপুর-১:মনোরঞ্জন শীল গোপাল (আওয়ামী লীগ), দিনাজপুর-২:খালিদ মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ), দিনাজপুর-৩: ইকবালুর রহিম (আওয়ামী লীগ), দিনাজপুর-৪:আবুল হাসান মাহমুদ আলী (আওয়ামী লীগ), দিনাজপুর-৫:অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (আওয়ামী লীগ), দিনাজপুর-৬:শিবলী সাদিক (আওয়ামী লীগ), নীলফামারী-১:আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ), নীলফামারী-২:আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ), নীলফামারী-৩:মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (জাতীয় পার্টি), নীলফামারী-৪:আহসান আদেলুর রহমান (জাতীয় পার্টি), লালমনিরহাট-১:মোতাহার হোসেন (আওয়ামী লীগ), লালমনিরহাট-২:নুরুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ), লালমনিরহাট-৩:গোলাম মোহাম্মদ কাদের (জাতীয় পার্টি), রংপুর-১:মসিউর রহমান রাঙা (জাতীয় পার্টি), রংপুর-২:আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (আওয়ামী লীগ), রংপুর-৩:হুসেইন মুহম্মদ এরশাদ (জাতীয় পার্টি), রংপুর-৪:টিপু মুনশি (আওয়ামী লীগ), রংপুর-৫:এইচ এন আশিকুর রহমান (আওয়ামী লীগ), রংপুর-৬:ড. শিরীন শারমিন চৌধুরী (আওয়ামী লীগ), কুড়িগ্রাম-১ (উন্মুক্ত):আছলাম হোসেন সওদাগর (আওয়ামী লীগ) ও এ কে এম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি), কুড়িগ্রাম-২:পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি,), কুড়িগ্রাম-৩:এম এ মতিন (আওয়ামী লীগ), কুড়িগ্রাম-৪ (উন্মুক্ত):জাকির হোসেন (আওয়ামী লীগ) ও রুহুল আমিন (জাতীয় পার্টি-জেপি), গাইবান্ধা-১:ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), গাইবান্ধা-২:মাহাবুব আরা বেগম গিনি (আওয়ামী লীগ), গাইবান্ধা-৩:ডা. ইউনুস আলী সরকার (আওয়ামী লীগ), গাইবান্ধা-৪:মনোয়ার হোসেন চৌধুরী (আওয়ামী লীগ) এবং গাইবান্ধা-৫:ফজলে রাব্বী মিয়া (আওয়ামী লীগ)।

No comments