Breaking News

ব্যবসায়ীদের উদ্যোগে হ্যাশট্যাগ 'আই অ্যাম বাংলাদেশ'

সমাজের তরুণ শ্রেণীকে উন্নয়নে সম্পৃক্ত করতে নতুন একটি সামাজিক আন্দোলন শুরু হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডে যুব শ্রেণিকে উদ্বুদ্ধ করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এ আন্দোলনের উদ্দেশ্য। হ্যাশট্যাগ 'আই অ্যাম বাংলাদেশ' শিরোনামের এই আন্দোলন মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই সংগঠিত হচ্ছে। এজন্য স্লোগান নির্ধারণ করা হয়েছে, 'তারুণ্যের প্রথম ভোট, উন্নয়নের স্বার্থে হোক, শান্তির পক্ষে হোক'। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে ব্যবসায়ী সংগঠন এবং চেম্বারগুলো।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 'আই অ্যাম বাংলাদেশ'-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। এতে আন্দোলনের রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মতামত দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এমসিসিআইর সভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস। এ ছাড়া সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
'আই অ্যাম বাংলাদেশ' আন্দোলনের মূল উদ্যোক্তা বিজিএমইএর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। সমকালকে তিনি বলেন, তরুণরা জাতির বড় শক্তি। তাদের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। কীভাবে তাদের সম্পদে রূপান্তর করা যায়, উন্নয়নে তারা কীভাবে ভূমিকা রাখতে পরে, সে বিষয়ে তরুণদের ভাবনা জানতে চাইবেন তারা। আগামী নির্বাচনে তারা কী চায়, কোন ধরনের নেতৃত্ব তাদের প্রত্যাশা- এসব বিষয় শুনবেন তারা। পাশাপাশি ব্যবসায়ী নেতারা তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন, যাতে তরুণরা আগামী নির্বাচনে সঠিক নেতা নির্বাচন করতে পারেন।
সূত্র: সমকাল

No comments