ইন্টারনেটের সব স্তরে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে
ইন্টারনেটের ভ্যাট (মূল্য সংযোজন কর) নিয়ে সব ধরনের জটিলতার অবসান
হতে যাচ্ছে। এই লক্ষ্যে ইন্টারনেটের সব স্তরে ভ্যাট ৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
এটি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে এই তথ্য
জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘ইন্টারনেটের বিভিন্ন স্তরে যেমন আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট
গেটওয়ে) পর্যায়ে ৫ শতাংশ এবং এনটিটিএন (ন্যাশনাল নেশনওয়াইড টেলিকমিউনিকেশন
ট্রান্সমিশন নেটওয়ার্ক) পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকপর্যায়ে ৫ শতাংশ আগে থেকেই ছিল।’ তিনি আরও জানান,
‘নতুন এই সিদ্ধান্তের কারণে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) খরচ কম
হবে। ফলে গ্রাহকের ইন্টারনেটসেবা পাওয়ার খরচও কমবে। এতে রাজস্ব আয়ও বাড়বে।’
প্রসঙ্গত, এ বছর
সংসদে বাজেট পাসের দিন ইন্টারনেটের ওপর আরোপিত ভ্যাট ১৫ থেকে ৫ শতাংশ করা হয়, যা ১
জুলাই থেকে কার্যকরও হয়েছে। এই সংবাদে ইন্টারনেট ব্যবহারকারীরা আশান্বিত হলেও
দুঃসংবাদ শোনান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও মোবাইলফোন অপারেটররা।
ইন্টারনেট ব্যবসায়ীরা বলেন, গ্রাহকের ভ্যাট ৫ শতাংশ করা হলেও আইএসপিগুলোর ওপর
এনটিটিএন সেবার ১৫ শতাংশ এবং আইআইজির ওপর ৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ
করা হয়।
No comments