Breaking News

ডাক বিভাগের ২৩ হাজার কর্মচারীর ভাতা বাড়ল ৭৭ ভাগ

বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক ভাতা শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এর আওতায় সুবিধা পাবেন ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী। সম্মানী পুনর্নির্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার সম্মানী বর্তমান ৩ হাজার ৩শ’ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৪১, ইডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৫২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৪৬০টাকা, ইডিডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৪৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩৫৪ টাকা, ইডিএমসি পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৩৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১৭৭ টাকা এবং অন্যান্য ইডি কর্মচারীদের ২ হাজার ২৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার টাকায় উন্নীত হয়েছে। গড়ে পাঁচ ক্যাটাগরির কর্মচারীদের সম্মানীভাতা বৃদ্ধির এ হার শতকরা ৭৭ ভাগ। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জাগরণকে বলেন- গ্রামীণ ডাকঘরে ডিজিটাল উপযোগী মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ঘরে ঘরে যারা চিঠি বিলি করতেন তাদেরকে কম্পিউটারের বাটন টিপে ডিজিটাল পোস্টম্যান কিংবা ডাক হরকরার ভূমিকা পালন করার উপযোগী করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে, তাদেরকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলবে।
প্রসঙ্গত, ২০১৩ ও ২০১৬ সালে ডাক কর্মচারীদের সম্মানী এর আগে দুই দফা বৃদ্ধি পায়।

No comments