এবার অদৃশ্য হবে মানুষ!
আপনি কি কখনো ভাবেননি কারো চোখের সামনে থেকে মুহূর্তেই অদৃশ্য হওয়ার
কথা! নিশ্চয়ই ভেবেছেন যেমন ভেবেছি আমি নিজেও। তবে আমরা সবাই জানি যে অদৃশ্য
হওয়া আদতে সম্ভব নয়।
কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করার প্রানান্ত প্রচেষ্টায় লেগে আছেন কানাডার বিখ্যাত বিজ্ঞানী হোসে আজানা। সাফল্যের পথে অনেক দূর এগিয়ে গিয়েছে এই বিজ্ঞানী ও তার গবেষক দল। ডেইলি মিররের এক রিপোর্ট থেকে এমনই তথ্য মিলেছে।
সত্যিই যদি হোসে আজানা নামের এই বিজ্ঞানী তার গবেষণায় সফলতা পেয়ে যান, তবে আপনিও আশা রাখতে পারেন যে, তার আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে অদৃশ্য হয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, কোন বস্তুর গায়ে আলোর প্রতিফলনের ফলে আমরা সাধারণত সেই বস্তুটি চোখে দেখতে পাই। হোসে আজানা যা করতে চাইছেন তা মূলত আলোর কারসাজি। মূলত তিনি বস্তু বা ব্যক্তিকে অদৃশ্য করতে চান তার গায়ে আলোর প্রতিফলন অদৃশ্য করে।
কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করার প্রানান্ত প্রচেষ্টায় লেগে আছেন কানাডার বিখ্যাত বিজ্ঞানী হোসে আজানা। সাফল্যের পথে অনেক দূর এগিয়ে গিয়েছে এই বিজ্ঞানী ও তার গবেষক দল। ডেইলি মিররের এক রিপোর্ট থেকে এমনই তথ্য মিলেছে।
সত্যিই যদি হোসে আজানা নামের এই বিজ্ঞানী তার গবেষণায় সফলতা পেয়ে যান, তবে আপনিও আশা রাখতে পারেন যে, তার আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে অদৃশ্য হয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, কোন বস্তুর গায়ে আলোর প্রতিফলনের ফলে আমরা সাধারণত সেই বস্তুটি চোখে দেখতে পাই। হোসে আজানা যা করতে চাইছেন তা মূলত আলোর কারসাজি। মূলত তিনি বস্তু বা ব্যক্তিকে অদৃশ্য করতে চান তার গায়ে আলোর প্রতিফলন অদৃশ্য করে।
No comments