সিনিয়র স্টাফ নার্স ।। রংপুর কমেক
জব কনটেক্সট
- উত্তরবঙ্গেঁর প্রগতিশীল খ্যাতনামা প্রতিষ্ঠান রংপুর গ্রুপ এর অংগ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এ জরুরী ভিত্তিতে ৩০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা হইবে।
- -অত্যাধুনিক সুবিধা সম্বলিত উত্তররঙ্গের প্রথম ও বিশেষায়িত ইউনিট আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ সম্বলিত হাসপাতালের ICU, CCU এবং NICU এর জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স যারা স্বাধীনভাবে ইউনিট পরিচালনায় সক্ষম তাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাইতেছে।
- উল্লেখ্য যে, ভাইভা পরীক্ষা প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হইবে।
চাকরির দায়িত্বসমূহ
-
সিনিয়র স্টাফ নার্স - আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ পরিচালনায় পারদর্শী ও আন্তরিকতার সহিত কাজ করার মানসিকতা থাকতে হবে
চাকরির ধরন
ফুল টাইমশিক্ষাগত যোগ্যতা
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী/ বিএসসি ইন নার্সিং
- নার্সিং কাউন্সিল পাশ
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের মধ্য হইতে নির্বাচিত প্রার্থিদেরই শুধু ভা্ইভার জন্য কল করা হইবে।
কর্মস্থল
রংপুরবেতন
- প্রতিষ্ঠানে পে-স্কেল অনুযায়ী
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- প্রতিষ্ঠানে পে-স্কেল অনুযায়ী
উৎস
বিডিজবস.কম অনলাইন জব পোস্টিংআবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
ইমেইল
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন inforcmc@gmail.com অথবা মাই বিডিজবসের মাধ্যমে পাঠাতে এখানে ক্লিক করুন
হার্ড কপি
আবেদনপত্রের সাথে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদের ফটোকপি এবং খামের উপরে পদের নাম ও
মোবাইল নম্বর সংযুক্ত করিতে হইবে। আবেদনপত্র ডাকযোগে/ সরাসরি অফিস চলাকালীন
সময়ে সকাল ১০টা হইতে বিকাল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে।
আবেদন প্রেরণের ঠিকানাঃ অতিঃ পরিচালক, মানব সম্পদ উন্নয়ন, রংপুর গ্রুপ, মেডিকেল পূর্বগেট, রংপুর। ০১৭০৮৯০৭২৯৫ (সকাল ১০টা হইতে ৫টা)
E-mail: inforcmc@gmail.com,
আবেদনের শেষ তারিখ- ২৫/০৭/২০১৮ইং।
কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন/ সকল আবেদন বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
আবেদন প্রেরণের ঠিকানাঃ অতিঃ পরিচালক, মানব সম্পদ উন্নয়ন, রংপুর গ্রুপ, মেডিকেল পূর্বগেট, রংপুর। ০১৭০৮৯০৭২৯৫ (সকাল ১০টা হইতে ৫টা)
E-mail: inforcmc@gmail.com,
আবেদনের শেষ তারিখ- ২৫/০৭/২০১৮ইং।
কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন/ সকল আবেদন বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
আবেদনের শেষ তারিখ: জুলাই ২৫, ২০১৮
No comments