অদৃশ্য হওয়ার যন্ত্র!
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে অসম্ভব বলতে কিছুই নেই। এ যুগের গবেষকরা অনেক দিন ধরেই সচেষ্ট অদৃশ্য হওয়ার একটা উপায় বের করতে। আলোর কারসাজি ঘটিয়ে কীভাবে কোনো কিছুকে অদৃশ্য করে ফেলা যায়, তাই নিয়ে চলছিল দীর্ঘ গবেষণা।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেই কাজে অনেক দূর এগিয়েছেন কানাডাবাসী বিজ্ঞানী হোসে আজানা ও তার গবেষক দল।
এ ব্যাপারে আজানা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, আমরা কোনো বস্তুকে দেখতে পাই তার গায়ে আলোর প্রতিফলন থেকেই।
গবেষণায় তারা এই কাজটাই করতে চেয়েছেন, যাতে আলো কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে ফিরে না এসে তা ভেদ করে চলে যায়। এমন কোনো আচ্ছাদন তারা তৈরি করতে চাইছেন, যা কোনো ত্রিমাত্রিক বস্তুর ওপরে চাপা দিলে তাদের উদ্দেশ্য পূরণ হয়।
আজানার মতে, কোনো সবুজ রংয়ের বস্তুকে অদৃশ্য করতে হলে সেই আচ্ছাদন আলোকে প্রথমে নীল রঙে পরিণত করবে, যাতে তা বস্তুকে ভেদ করে চলে যায়। তার পরে তা আবার সবুজে পরিণত হবে।
এই পদ্ধতিতে ফাইবার অপটিক লাইন দিয়ে ডেটা ট্রান্সমিশনও সহজতর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
গবেষক দলের সদস্য লুইস রোমেরো কোর্টেস জানিয়েছেন, তাদের উদ্দেশ্য আলোকে বস্তুর মধ্য দিয়ে চালনা করানো। এই কাজে তারা প্রায় সাফল্যের সামনে।
Post Comment
No comments